আমার বিয়েটা কোর্টে হয়েছিল আমি তেমন কোনো সাক্ষী দেখি নাই শুধু যিনি দালাল ছিলো উনি কিছুটা দূরে দাড়িয়ে ছিল,,,,আমার কাছে যে ডকুমেন্ট আছে সেখানে এ্যাডভোকেট নোটারি পাবলিক একটা সিল মারা ও আরেকটা সিল নোটারিসড মারা।
এখন আমার প্রশ্ন আমার কি বিয়ে হয়েছে?নতুন করে বিয়ে করতে হবে???আরেকটা সমস্যা হয়েছে উনার সাথে ঝগড়ার ছলে উনি রাগের মাথায় তালাক বলে দিয়েছে,,,
তালাকের সেই কথাটা হলো, """যা আমি তোরে তালাক দিয়া দিলাম '''""""এই এক কথা ২বার বলছে।এই অবস্থায় আমি তার সাথে মিলি নাই কিন্তু তার মধ্যে উনার সাথে মেসেজ এ আবার ঝগড়া হয় উনি রাগের মাথায় বলে যে আমি আমার বাসায় বলে দিব এখনই যে আপনারে আমি বিয়া করমু না ফোন মেসেজ দিবেননা কখনো,,উনার এই কথা বলার কারন আমাদের পারিবারিকভাবে বিয়ের কথা চলছে,,তাই উনার এই কথায় আমিও বিরক্ত হয়ে বলেছি যে,তাহলে আপনি আরও তালাক দেন তিন তালাক নাম ধরে বলে যান,,,,উনি আমার সেই মেসেজ এর রিপ্লাই দেন যে আর এত তালাক পারি না দিতে,,,,,উনি কথা ঘুরাইয়া ফুরাইয়া বলে,,,""""দিছি ৫কবে এখন আবার তিন লাগবে"""",,,,কিন্তু ৫দেন নাই উনি কখনোই।তারপরের মেসেজটাই উনি লিখছে """দিছি যান"""""ফোন ও মেসেজ দিবেন না""""""।।।।পরে আমি আবার জিজ্ঞাসা করি কি দিছেন বলে ""তালা"" এর পরের মেসেজ """ ক""
এখন উনি আমাকে বলছেন যে না আমি তোমার তিন তালাক বলে যান সেই মেসেজ এর রিপ্লাই করি নাই যে """দিছি যান"""আগে যে তালাক বলেছি তাই জন্য বলেছি।।
আমার মনে হচ্ছে উনি ওই মেসেজ এর রিপ্লাই দিছিল যে দিছি যান।এখন মিথ্যা বলছে।এখন,,,কসম করে বলে আল্লাহর,,, অই নিয়্যাত এ বলি নাই,,,কিন্তু আমার মনে হয় মিথ্যা।
এখন প্রশ্ন আমরা কি আর একসাথে থাকতে পারবো না???উপায় কি???