আসসালামু 'আলাইকুম,
আমার গলায় মারাত্মক সমস্যা আছে, গলায় ধুলোবালি জমে। ডাক্তার দেখিয়েছি, কাজ হয় না। ঘুম থেকে যখন উঠি তখন গলায় খক খক, বমি বমি পর্যন্ত এসে যায়। ( প্রায় ২ বছর ধরে এরকম অবস্থা)
এজন্য ফজর,যোহর এবং আসরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়ে যায়। নামাজ এবং নামাজের বাইরে সবসময় অনেক কষ্ট হয়, কিন্তু নামাজে এরকম খক খক/কিংবা বমি বমি আসলে খুশুখুজুর বারোটা বেজে যায়।
কিন্তু ২-১ টা লবঙ্গ মুখে দিয়ে রাখলে কিছুটা ভালো লাগে,কিছুটা সুবিধা পাওয়া যায়।
আমার প্রশ্ন হলো, এরকম পরিস্থিতিতে মুখে লবঙ্গ রাখলে কিংবা নামাজের ভিতরে লবঙ্গ চিবালে এবং এর রস গিলে ফেললে কি নামাজ ফাসেদ হয়ে যাবে??
সহজে গিলতে হয় না, একেবারে বাধ্য হলেই কেবল গিলতে বাধ্য হই, নাহলে নামাজ ধরে রাখা খুব খুব কষ্টকর।
নামাজে বাহির থেকে ছোলা বুট বা এর চেয়ে বেশি পরিমান কিছু খাইলে তো নামাজ ভঙ্গ হয়ে যায়।
আরেকটা বিষয় হলো,
এর আগে না জানার কারনে, নামাজের ভিতরে মুখে চকলেট রাখতাম,চিবিয়ে খেতাম না। যতটুকু গলত,কিংবা বমি বমি আসলে একটু গিলতাম যাতে কিছুটা ভালো লাগে।
এতে কি আগের ঐ নামাজগুলো ভঙ্গ হয়ে গেছে? ওগুলো কি আবার পড়তে হবে?
দয়াকরে জানাবেন।