আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
193 views
in সালাত(Prayer) by (32 points)
reshown by
আসসালামু 'আলাইকুম,

আমার গলায় মারাত্মক সমস্যা আছে, গলায় ধুলোবালি জমে। ডাক্তার দেখিয়েছি, কাজ হয় না। ঘুম থেকে যখন উঠি তখন গলায় খক খক, বমি বমি পর্যন্ত এসে যায়। ( প্রায় ২ বছর ধরে এরকম অবস্থা)

এজন্য ফজর,যোহর এবং আসরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়ে যায়।  নামাজ  এবং নামাজের বাইরে সবসময় অনেক কষ্ট হয়, কিন্তু নামাজে এরকম খক খক/কিংবা বমি বমি আসলে খুশুখুজুর বারোটা বেজে যায়।
কিন্তু ২-১ টা লবঙ্গ মুখে দিয়ে রাখলে  কিছুটা ভালো লাগে,কিছুটা সুবিধা পাওয়া যায়।
আমার প্রশ্ন হলো, এরকম পরিস্থিতিতে মুখে লবঙ্গ রাখলে কিংবা নামাজের ভিতরে লবঙ্গ চিবালে এবং  এর রস গিলে ফেললে কি নামাজ ফাসেদ হয়ে যাবে??
সহজে গিলতে হয় না, একেবারে বাধ্য হলেই কেবল গিলতে বাধ্য হই, নাহলে নামাজ ধরে রাখা খুব খুব কষ্টকর।
নামাজে বাহির থেকে ছোলা বুট বা এর চেয়ে বেশি পরিমান কিছু খাইলে তো নামাজ ভঙ্গ হয়ে যায়।

আরেকটা বিষয় হলো,

এর আগে না জানার কারনে, নামাজের ভিতরে মুখে চকলেট রাখতাম,চিবিয়ে খেতাম না। যতটুকু গলত,কিংবা বমি বমি আসলে একটু গিলতাম যাতে কিছুটা ভালো লাগে।
এতে কি আগের ঐ নামাজগুলো ভঙ্গ হয়ে গেছে? ওগুলো কি আবার পড়তে হবে?

দয়াকরে জানাবেন।

1 Answer

0 votes
by (597,330 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুখে লবঙ্গ রাখলে কিংবা নামাজের ভিতরে লবঙ্গ চিবালে যদি এর রস থুথুর চেয়ে বেশী হয়,তাহলে গিলে ফেললে নামাজ ফাসেদ হয়ে যাবে। তবে লবঙ্গের রস বেশী না হলে, নামায ফাসিদ হবে না। ইচ্ছাকৃত লবঙ্গ চিবানোর দ্বারা নামায মাকরুহ হবে।সতর্কতামূলক লবঙ্গ না চিবানো-ই উত্তম।

وإن أكل أو شرب عامدا أو ناسيا تفسد صلاته. كذا في فتاوى قاضي خان إذا كان بين أسنانه شيء من الطعام فابتلعه إن كان قليلا دون الحمصة لم تفسد صلاته إلا أنه يكره وإن كان مقدار الحمصة فسدت. كذا في السراج الوهاج ناقلا عن الفتاوى وهكذا في التبيين والبدائع وشرح الطحاوي ذكر البقالي وهو الأصح. هكذا في البرجندي ولو ابتلع دما بين أسنانه لم تفسد إذا كانت الغلبة للريق. كذا في السراج الوهاج.

في النصاب رجل أكل أو شرب قبل الشروع في الصلاة وبقي في فمه فضل طعام أو شراب فأكل أو شرب ما بقي فيه لا تفسد صلاته وعليه الفتوى وكذا لو كان بين أسنانه شيء وهو في الصلاة فابتلعه لم تفسد صلاته وإن كان مقدار الحمصة وهو قول أبي حنيفة وأبي يوسف - رحمهما الله تعالى - كذا في المضمرات.
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১০২)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/9528


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...