আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু
আমি কয়দিন আগে একটি ওয়েবসাইটের খোঁজ পাই। যেটির নাম ( E Code verifier)। এখন যখন আমি কোনো খাবার খেতে চাই, যেমন- বিস্কুট, চকলেট, আইসক্রিম, 7up, Sprite এরকম খাবার। তখন আমি এই ওয়েবসাইটে পণ্যের গায়ে লেখা বৈজ্ঞানিক কোড (যে উপকরণ খাবারের মধ্যে ব্যবহার করা হয়েছে তার বৈজ্ঞানিক কোড) যেমন- E 319,E471 E 211 ইত্যাদি এগুলোকে সার্চ করি যে, এতে হারাম কোনো উপকরণ মিশ্রিত আছে কি না। তখন তারা জবাব দেয়, যেমন --halal/haram/MASHBOOH এই তিনটির থেকে যেকোনো একটি। এখানে MASHBOOH অর্থ হারাম হতে পারে আবার হালালও হতে পারে। যা আপনি এই ওয়েবসাইটে গিয়ে E 319 সার্চ করলে আপনি দেখতে পাবেন।
১/ এখন এই ওয়েবসাইট সম্পর্কে আমি তেমন কিছু জানি। আর এটি সম্পর্কে বোঝেন এমন বিজ্ঞ কেউ আমার পরিচিত নেই। এজন্যই আপনার কাছে প্রশ্ন? আমি এটিকে অনুসরণ করবো কি না?
২/ এই ওয়েবসাইটে যেগুলোকে haram / MASHBOOH বলা হয় সেই খাবারগুলো আমি বর্জন করি। এখন অবস্থা এমন দাড়িয়েছে যে বিস্কুট, চকলেট, ইত্যাদি যেগুলোই খেতে চাই। প্রায় সবগুলোই এই haram/ MASHBOOH কোড মিশ্রিত থাকে। এখন আমার কি করা উচিত?
৩/ কিছু কিছু খাবারে অনেকগুলো হালাল উপকরণ থাকে। যেগুলোকে বৈজ্ঞানিক কোড দ্বারা পণ্যের গায়ে উল্লেখ করা আছে।আবার ওই একই পণ্যে haram/ MASHBOOH একটি বা দুইটি উপকরণ মিশ্রণ করা হয়েছে। এখন এই খাবারগুলো খাওয়া জায়েজ কিনা? নাকি উচিত হবে বর্জন করা?