আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
112 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (69 points)
১. মা সৈয়দ হলে কি  সন্তান সৈয়দ হতে পারে?

২. একজন বক্তাকে বলতে দেখলাম, মায়ের থেকে সৈয়দ বংশ হয় না, এটা শুধু ফাতিমা (রাঃ) এর জন্য খাছ, কেও এরকম করলে না কি কুফরি হয়?

এটা কি সত্যি?  এ বিষয় কি ইমানি আকিদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত?

৩. এই বক্তার ওয়াজ শুনে এই বিষয়টা হয়তো কিছু সময়ের জন্য বিশ্বাস করে ফেলেছিলাম, তবে বিস্তারিত জানার জন্য খোজ করা শুরু করি। এতে কি কাফের হবো আমি?

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-



প্রথমেই একটি বিষয় জেনে নেই,তাহা হলোঃ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তো কোনো ছেলে সন্তানই জীবিত ছিলোনা,
তবে রাসুলুল্লাহ সাঃ এর কন্যা ফাতিমাহ রাঃ এর সন্তান ও তাদের বংশধর দেরকে আওলাদে রাসুল সাঃ এর দিকে নিসবত করা যাবে।
এটি সহীহ।  

হাদীস শরীফে এসেছেঃ
  
" إِنَّمَا فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে ফাতিমাহ আমার শরীরের একটি অংশ।
(সহীহুল বুখারী, পৰ্ব ৬২ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায় ১৬, হাঃ ৩৭২৯; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৫, হাঃ ২৪৪৯,তিরমিজি ৩৮৬৯)

قال الشريف السمهودي :
"معلوم أن أولادها بضعة منها ، فيكونون بواسطتها بضعة منه صلى الله عليه وسلم ، وهذا غاية الشرف لأولادها" انتهى
সারমর্মঃ
এখান থেকে জানা গেলো যে ফাতিমাহ রাঃ এর সন্তানগনও রাসুলুল্লাহ সাঃ এর শরীরের অংশ।
সুতরাং তার মাধ্যমে তার বংশধর গনও রাসুলুল্লাহ সাঃ এর শরীরের অংশ।

বিস্তারিত জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
সন্তানের বংশ যেহেতু বাবার দিকে সাব্যস্ত হয়।
তাই মায়ের বংশের দিকে সন্তানের বংশের নিসবত করা যাবেনা।
,
সুতরাং মা সৈয়দ হলে সন্তান সৈয়দ হতে পারেনা।
তবে যদি আসলেই উপরোক্ত পদ্ধতিতে রাসুলুল্লাহ সাঃ এর বংশধর হওয়ার ভিত্তিতে মা সৈয়দ হয়,তাহলে সন্তান সৈয়দ হতে পারবে।

বিস্তারিত জানতে উপরোক্ত লিংক দ্রষ্টব্য।

(০২)
এতে কুফরি হবেনা।

হাদীস শরীফে এসেছেঃ- 

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا أَبُو مُوسَى، إِسْرَائِيلُ بْنُ مُوسَى قَالَ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ سَمِعْتُ أَبَا بَكْرَةَ، يَقُولُ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ وَالْحَسَنُ مَعَهُ وَهُوَ يُقْبِلُ عَلَى النَّاسِ مَرَّةً وَعَلَيْهِ مَرَّةً وَيَقُولُ " إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ عَظِيمَتَيْنِ " .

মুহাম্মাদ ইবনু মানসূর (রহঃ) ... আবূ বাকরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিম্বরের উপর দেখেছি, এবং ইমাম হাসান (রাঃ) তাঁর সঙ্গে ছিলেন। তিনি একবার লোকদের দিকে তাকাচ্ছিলেন, আর একবার হাসান (রাঃ) এর দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন, নিশ্চয়ই আমার এ ছেলে (দৌহিত্র) সর্দার হবে এবং সম্ভবত আল্লাহ তা’আলা তার দ্বারা মুসলমানদের দু’ বড় দলের মধ্যে সন্ধি স্থাপন করাবেন।
(নাসায়ী ১৪১৩,তিরমিজি ৩৭৭৩)

(০৩)
না,এতে আপনি কোনোভাবেই কাফের হয়ে যাবেননা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...