1.আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ। এইটা আমার বিষয় না।এমনিতে জানার জন্য।ধরেন কোন স্ত্রী মেসেজে রাগ করে স্বামীকে বলে মুক্তি দাও।তুমার কস্ট আর সহ্য করতে পারছি না।ভাল লাগে না।তখন ধরেন তারা কেনায়া তালাক সম্পর্কে জানতই না।শুনেও নি।স্বামী যদি বলে মুক্তি দিলাম আর যদি নিয়ত ছাড়া বলে তাহলে কি তালাক হবে?মানে পরে জানার পর স্বামী যদি বলে সে কোনদিন তালাকের নিয়তে কিছু বলে নি তাহলে কি তালাক হবে?ধরেন স্বামী স্ত্রী জানেই না তখন এসব কথা দ্বারা কিছু হতে পারে।ওরা ধরেন কিছুই জানত না মুক্তি চাওয়া বা দেওয়া এসবের সাথে বিচ্ছেদের কোন সম্পর্ক আছে এসব বিষয়ে জানেই না ধরেন।
2. উপরের স্ত্রীকে যদি তালাকের পাওয়ার দেয় ওর কথা,দ্বারা কি কোন সমস্যা হবে?ও তহ নিজেকে তালাক দেয় নি।
এইটা এমনিতে জানার জন্য করেছি।আমার স্বামী এমনটা বলেছে কিনা জানি না মনেও নেই।তাই নিজের দিকে ইন্গিত না করে করেছি।