আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি মাযহাব সম্পর্কে জানিনা। চার মাযহাবের মধ্যে কোনটি আমার মানা উচিত- এ ব্যাপারে কোনো জ্ঞান আমার নেই।
যখন থেকে ফেসবুকে প্র্যাকটিসিং বোনদের ফলো করা শুরু করি, তখন থেকে ভিন্ন ভিন্ন নিয়ম দেখে আমি খুব দ্বিধায় পড়ে যাই। একজন প্র্যাকটিসিং নিকট আত্মীয়ের কথা শুনে প্রায় দুই বছর ধরে ছেলেদের মতো করে নামাজ পড়ি।
ইউটিউবে অনেক শাইখদের ভিডিও দেখে "ছেলেমেয়েদের নামাজের মধ্যে পার্থক্য নেই", "মহানবী (সাঃ) বলেছেন- আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো, সেভাবেই সালাত আদায় করো", "তোমরা চতুষ্পদ প্রাণীর মতো সিজদা করো না" ইত্যাদি দেখে তখন ছেলেদের মতো নামাজ পড়া শুরু করি। আবার বিতরের নামাজও সেই আত্মীয়ার কথা শোনার পর, সৌদি আরবীয়ান শাখইদের ভিডিও দেখে দ্বিতীয় রাকাতের পরে তাশাহুদ পড়ি না।
যেহেতু, চার মাযহাবের মধ্যে যেকোনো একটা মানলেই হবে, কিন্তু কোনটি মানবো সেই সিদ্ধান্তেই আমি যেতে পারিনা।
IOM-এ ভর্তি হওয়ার পরে দেখলাম উস্তাদরা সবাই হানাফি মাযহাব অনুসরণ করেন৷ বাংলাদেশের বেশিরভাগ আলিমরাই হানাফি মাযহাব অনুসরণ করেন। আমাদের জন্য নানা বিষয়ে দ্রুত ফতোয়ার জন্য হানাফি মাযহাবের অনুসরণই সুবিধাজনক। যেহেতু আলিমরা সবাই হানাফি মাযহাবের।
এটাতো সম্ভব নয় যে, হানাফি মাযহাব অনুসরণ করবো, আর নামাজ ছেলেদের মতো পড়বো, বিতরের দুই রাকাতের পড়ে তাশাহুদ পড়বো না, বা অযুতে ঘাড় মাসেহ করবো না। কারণ উস্তাদগণ বলেছেন, যেটা অনুসরণ করবো সেটাই পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে৷ দুইটা একসাথে অনুসরণ করা সম্পূর্ণ নিষেধ।
ইউটিউবে দেখা শাইখদের আলোচনায় কেউ কেউ বলেছেন, "চার মাযহাবের ইমামগণই বলেছেন, তাঁদের যে কথাই কুরআন ও রাসূলের(সাঃ) সুন্নাহর বাইরে যায়, তা না মানতে।"
যেহেতু, রাসূল(সাঃ) তাঁর মতো করে নামাজ পড়তে বলেছেন, সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুসরণ করলেও ছেলেমেয়ে অভিন্ন নামাজ পড়তে হবে।
আমি এ বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত। দয়া করে আমাকে নসিহাহ করুন।
এতোদিন ধরে উপরের বিষয়গুলো প্র্যাকটিস করতে করতে এখন হানাফি মাযহাবের মতো মেয়েদের আলাদা নামাজ পড়তেও পারছি না। বুকে,পেটে চাপ অনুভব হয় সিজদায়।
আবার যেহেতু IOM-এর ক্লাসে হানাফি ফিকহ পড়ছি, আর আমার যেহেতু হাম্বলী মাযহাবের বাকি বিষয়গুলো জানা নেই( নামাজের নিয়ম , বিতরের নামাজ, অযু ব্যতিত), সেহেতু, আমার ক্ষেত্রে হানাফি ও হাম্বলী মাযহাবের সংমিশ্রণ ঘটার সম্ভাবনা অনেক বেশি। এমতাবস্থায় আমার কী করণীয়?
দয়া করে আমাকে সাহায্য করুন।
ইলমের অভাবের কারণে এতো সমস্যার সম্মুখীন হচ্ছি।<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_220827_162213_484.sdocx-->