আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
117 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (22 points)
আসসালামু আলাইকুম
আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির অফার করে থাকি। আমি টিকটকে চাকরির জন্য কি কোন বিজ্ঞাপন দিতে পারবো..?
উল্লেখ্য যে আমি বাইরের দেশে অফার টি প্রমোট করতে চাই এখন। এখন এ বিষয়ে শরিয় দৃষ্টিকোণ কি..?

1 Answer

0 votes
by (61,230 points)
edited by

بسم الله الرحمن الرحيم

জবাব,

বর্তমান সময় Tiktok app এমনই একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। এখানে মানুষ নিজেরা ইচ্ছে মত ভিডিও কন্টেন্ট তৈরি করে পাবলিশ করতে পারে।

টিকটিক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ আধুনিক কোন সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্লাটফর্ম এ যদি অশ্লীলতা, নাটক, সিনেমা ও গান-বাজনার ভিডিও ক্লিপ প্রচার করা হয়, মানুষকে হেয় ও তুচ্ছতাচ্ছিল্য মূলক পোস্ট করা হয়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, দেশ ও মানবতা বিরোধী প্রচারণা, সমাজে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করা হয় এবং মিথ্যা, প্রতারণা ও প্রোপাগান্ডা মূলক কিছু প্রচার ও শেয়ার করা হয় তাহলে তা নি:সন্দেহে হারাম।

আমাদের অজানা নয় যে, সোশ্যাল মিডিয়ায় কোন কিছু প্রকাশ করা হলে যেহেতু তা খুব সহজে ও দ্রুততম সময়ের মধ্যে অসংখ্য-অগণিত মানুষের কাছে পৌঁছে যায় এবং ইন্টারনেটের এই মহাযজ্ঞের মাঝে তা স্থায়ী রূপ লাভ করে। তাই এখানে কিছু প্রকাশ করার আগে শতবার চিন্তা করা দরকার।

এখানে ভালো, কল্যাণকর ও ইসলামের পক্ষে কোনো কিছু প্রকাশ করা হলে তা যেমন সদকায়ে জারিয়া এবং স্থায়ী সওয়াব অর্জন এর কারণ হতে পারে ঠিক তেমনি খারাপ, ক্ষতিকর ও শরিয়ত বিরোধী কোন কিছু প্রকাশ করা হলে তা গুনাহে জারিয়া ও স্থায়ী গুনাহ অর্জনের কারণে পরিণত হতে পারে। আল্লাহ হেফাজত করুন। আমিন।

জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

من سن فى الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها بعده من غير أن ينقص من أجورهم شيء، ومن سن في الإسلام سنة سيئة فله وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء. (رواه مسلم عن جرير بن عبد الله رضي الله عنهما.

“যে ব্যক্তি ইসলামে কোন ভাল পদ্ধতি প্রচলন করল, সে তার সওয়াব পাবে এবং সেই পদ্ধতি অনুযায়ী যারা কাজ করবে তাদের সওয়াবও সে পাবে। তাতে তাদের সওয়াবে কোন কমতি হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোন খারাপ পদ্ধতি প্রবর্তন করবে সে তার পাপ বহন করবে এবং যারা সেই পদ্ধতি অনুসরণ করবে তাদের পাপও সে বহন করবে। তাতে তাদের পাপের কোন কমতি হবে না।” [সহিহ মুসলিম]

আল্লাহ আমাদেরকে সর্বাধুনিক ও সুন্দরতম পন্থায় ইসলামের পক্ষে এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দিন করুন এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ ও পাপ-পঙ্কিলতা থেকে রক্ষা করুন। আমিন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

কেউ যদি Tiktok app তে এমন ভিডিও শেয়ার করে বা এর মাধ্যমে এমন কন্টেন্ট তৈরি ও প্রচার-প্রসার করে যা মানুষকে ভালো কাজে উৎসাহিত করে, অন্যায়ের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করে, সচ্চরিত্র ও নীতি নৈতিকতা শেখায়, মানব কল্যাণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, হালাল ব্যবসার অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, বা এর মাধ্যমে উপকারী টেননিক্যাল বিষয়, উপদেশ মূলক কথাবার্তা ও শিক্ষণীয় বিষয়াদি প্রকাশ করা হয় তাহলে তাতে কোনও সমস্যা নেই ইনশাআল্লাহ। অনুরূপভাবে এর মাধ্যমে যদি কুরআন-সুন্নাহ ও বিশুদ্ধ আকিদা নির্ভর ওয়াজ, বিজ্ঞ আলেমদের বক্তৃতার অডিও-ভিডিও ক্লিপ, কারীদের কুরআন তিলাওয়াত ও তরজমা, অমুসলিম, নাস্তিক ও অজ্ঞেয়বাদীদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে উত্থাপিত নানা প্রশ্ন ও অভিযোগের উত্তর ইত্যাদি বিষয় ছড়িয়ে দেয়া হয় তাহলে তা দাওয়াতি কাজ ও দীন প্রচারে অংশ গ্রহণের শামিল হিসেবে গণ্য হবে-যাতে আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে অবারিত সওয়াব ইনশাআল্লাহ।

সুতরাং যেকোন হালাল চাকুরীর বিজ্ঞাপন দেওয়া জায়েয আছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে যুব সমাজ টিকটকের মত সোশ্যাল মিডিয়াতে গোনাহের কাজ বেশী করে থাকে। সুতরাং যারা উক্ত এ্যাপ্স ব্যবহার করে হারাম কাজ করবে তারা স্বীয় গোনাহের ফল ভোগ করবে। যদি আপনি সরাসরি নিজে হারাম কাজে ব্যবহার কারীদেরকে সহায়তা না করেন তাহলে উক্ত চাকুরী করা নাজায়েয হবে না। তথাপি উত্তম হলো এজাতীয় কাজ থেকে বিরত থাকা যাতে গোনাহের কাজে জড়িত হওয়ার আশঙ্কা না থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...