আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
115 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
reshown by
১.আমার স্বামী একদন মাহফিল থেকে একটা গল্প শুনে আসসিলো। তারপর আমাকে আসে ভিডিও call দিয়ে বলতেসে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হাউ তবে তুমি তালাক। তখন আমিও হাসতে হাসতে বলসি যে এটার মাসআলা আমি জানি। আমার সামিও হাসতেসিলো। পরোমুহূর্তেই আমার মনে হলো এই কথাটা কি সে আমাকে বলসে? আমি তাকে জিজ্ঞেস করসি এটাকি তুমি তালাকের নিয়তে বলসো। সে বলসে না বলিনি। সে আমাকে গল্পটা শুনাতে চেয়েছিলো আমাকে উদ্দেশ্য করে কিছু বলেনি। পরে তালাকের মিথ্যা স্বীকারোক্তি দিসে কিনা তাও আমার মনে নাই। যদি এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা স্বীকারোক্তি দিয়ে থাকে তাহলে কি তালাক পতিত হয়ে যাবে কিংবা যদি আমাকে উদ্দেশ্য করেই এটা বলে থাকে তাহলেকি তালাক পতিত হয়ে যাবে? ইমাম আবু হানিফা তো কোরানের আয়াত দারা এই ঘটনার ফটোয়া দিয়েছেন। মানুষ চাঁদের থেকে সুন্দর না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম আকৃতিতে। সাধারণ মানুষের জন্য কি এই ফোতওয়া চেঞ্জ হবে? আর যদি উক্ত ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা স্বীকারোক্তি দেয় তাহলে কি এখানে ২ টা তালাক হবে নাকি ১ টা

স্বামী যদি মোবাইলে বলে
২. তরে আমি রাখতামনা  তুই কৈ যাবি যা এটা কি কেনায়া বাক্য
৩. যদি  বলে তরে আমেজ রাখতামনা তুই যা এটা কি কেনায়া বাক্য
৪. যদি বলে এতো অশান্তি করলে কিংবা এতো ঝামেলা করলে তরে আমি রাখতামনা এটা কি শর্ত  যুক্ত কেনায়া তালাক?

উল্লেখিত বাক্য গুলো কোনো ধরণের নিয়ত ছাড়া ঝগড়ার সময় বললে কি তালাক হবে? তালাকের নিয়ত ছিলোনা কোনো নিয়তই ছিলোনা।

1 Answer

0 votes
by (696,840 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
 اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ
শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
وَطُورِ سِينِينَ

এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ
এবং এই নিরাপদ নগরীর।
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيم
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ

অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মানুষ সবার চেয়ে সুন্দর।মানুষ সর্বোত্তম।সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...