ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনার জন্য উচিৎ, লেখাপড়া চালিয়ে যাওয়া। শেষ সীমানা পর্যন্ত লেখাপড়াকে নিয়ে যাওয়া আপনার জন্য একান্ত জরুরী।মিথ্যা বলা কারো জন্য জায়েয নয়।
হযরত আসমা বিনতে ইয়াযিদ রাঃ থেকে বর্ণিত,
ﻋَﻦْ ﺃَﺳْﻤَﺎﺀَ ﺑِﻨْﺖِ ﻳَﺰِﻳﺪَ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗَﺎﻟَﺖْ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ( ﻟَﺎ ﻳَﺤِﻞُّ ﺍﻟْﻜَﺬِﺏُ ﺇِﻟَّﺎ ﻓِﻲ ﺛَﻠَﺎﺙٍ : ﻳُﺤَﺪِّﺙُ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺍﻣْﺮَﺃَﺗَﻪُ ﻟِﻴُﺮْﺿِﻴَﻬَﺎ ، ﻭَﺍﻟْﻜَﺬِﺏُ ﻓِﻲ ﺍﻟْﺤَﺮْﺏِ ، ﻭَﺍﻟْﻜَﺬِﺏُ ﻟِﻴُﺼْﻠِﺢَ ﺑَﻴْﻦَ ﺍﻟﻨَّﺎﺱِ)
নবীজী সাঃ বলেনঃ
তিনস্থান ব্যতীত অন্য কোথাও মিথ্যা বলা জায়েয নয়,
১/স্ত্রীর সাথে ভালবাসার অভিব্যক্তি প্রকাশ করতে।
২/যুদ্ধের ময়দানে কাফিরের সাথে যুদ্ধ বিষয়ে।
৩/দু-ভাইয়ের মধ্যে সন্ধি স্থাপন করতে।
তিরমিযি-১৯৩৯,আবু-দাউদ-৪৯২১।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/644
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি মিথ্যা বলবেন না। যদি আপনার জন্য লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভবপর না হয়,বরং বাধ্য হয়ে লেখাপড়া ছাড়তেই হয়।অন্যদিকে যদি দেখেন আপনার লেখাপড়া ছাড়ার কারণে আপনার আত্মীয় স্বজন আপনার পিতা মাতাকে কথা শুনাবে, তাহলে আপনি হ্যা, না কিছই বলবেন না।বরং নিরব থাকবেন। আপনি যেহেতু পূর্বে লেখাপড়া করেছেন, তাই লোকজন মনে করবে যে, এখনো আপনি লেখাপড়ায় আছেন। সুতরাং এদ্বারা আপনার মিথ্যাও বলতে হবে না।এবং লোকজন মনে করবে যে, আপনি লেখাপড়ায় আছেন, তখন আপনার মা বাবাকে কথা শুনতে হবে না।