ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
*অদৃশ্যমান নাপাকি (প্রস্রাব লাগা কাপড়) ধোঁয়ার সময় যে ছিটা আসে, তা আশেপাশের মগ,বদনায়, বালতিতে লাগলে, সেই ছিটা গুলো নাপাক হিসেবে বিবেচিত হবে। আর নাপাক হলে তিনবার ধৌত করতে হবে।নিংড়ানো সম্ভব হলে নিংড়াতে হবে।
*কেউ নাপাক হাতে সুইচ ধরে, তা যদি শুকিয়ে যায় এবং পরবর্তীতে সেই সুইচ কেউ ভেজা হাতে ধরে, ভিতরে গিয়ে কল,মগ স্পর্শ করে, তাহলে সেগুলোও নাপাক হয়ে যাবে।
*বালতির পানিতে নাপাকি পড়লে সেই পানি ফেলে দিলে পড়ে তাতে পাক পানি ঢেলে ব্যবহার করা যাবে। তবে ভিতরকে তিনবার নতুন পানি দ্বারা ধৌত করতে হবে।
*নাপাকি একজায়গা থেকে আরেক জায়গায় চড়ায়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নাপাকি গিয়ে লাগলে তা চড়ায়।