আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১. নিম্নোক্ত কথাগুলো একজন জেনারেল লাইনের ব্যাক্তির বলা! এই কথাগুলোর উপর ভিত্তি করে তাকে কি সহিহ আক্বিদার বলা যায়?! মানে এই কথাগুলো দ্বারা তার ইমান - আক্বিদায় কোনো সমস্যা আছে কিনা বা ইমান আক্বিদা ঠিক আছে কিনা এমন কিছু বুঝা যায় কিনা জানতে চাই! -------
" আমি সহিহ কুরআন সুন্নাহ ফলো করি। সেটা যার সাথে মিলে যায় তাদের থেকেই ইলম গ্রহণ করি। আমার মধ্যে মাযহাবের গোঁড়ামি একদম নেই, আর এটা পছন্দও করি না। আমরা যেহেতু হানাফি অঞ্চলের লোক, ছোটবেলা থেকে হানাফি অঞ্চলে বড় হয়েছি, সেহেতু ফিকহের ক্ষেত্রে হানাফী ফলো করি। আমাদের অঞ্চলে প্রচলিত হানাফি মাজহাবের নামে যে গোঁড়ামি চলে তা একদম পছন্দ করি না।তাই আমার কাছে প্রকৃত হানাফি এবং প্রকৃত আহলে হাদিস একই । আর এই প্রতিষ্ঠানে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে দ্বীন পালনের পাশাপাশি ১০০% হালাল উপার্জন, এখানে আমি আমার চক্ষু হেফাজত করতে পারছি এটাও একটা বড় কারণ। একাধিক সুন্নার ক্ষেত্রে অন্যের মতকেও সম্মান করি। এক্ষেত্রে আমি উদার মনের।
আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ এদের বুঝের আলোকে ইসলাম বোঝার চেষ্টা করি। তারাও সালাফদের বুঝের আলোকে ইসলাম বুঝেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ সকল ইমামগণই আমাদের সালাফ। তারা সকলেই আমাদের মাথার তাজ , আমি এটাই মনে করি। ফেতনাবাজ হানাফী ফেতনাবাজ আহলে হাদিস উভয় দলই আমার কাছে অপছন্দনীয়, আরেকটা কথা ,আমি মাজহাব গত হানাফি অনুসরণ করলেও মানহাজের ক্ষেত্রে সালাফী মানহাজ অনুসরণ করি।"
২. উপরিউক্ত ব্যক্তি তার প্রতিষ্ঠান বলতে ঢাকা যাত্রাবাড়ির ' দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ' র কথা বুঝিয়েছেন! সেখানে সহকারী গনিত শিক্ষক হিসেবে আছেন! এই প্রতিষ্ঠানে চাকরি করা কি ইমান আক্বিদার দিক থেকে সেইফ?! তাদের আক্বিদাগত সমস্যা আছে কিনা! সালাফি মাদ্রাসা তাই জানতে চাচ্ছি, কারণ বর্তমানে সালাফি নামে ফিতনা শুনেছি অনেক!
৩. মানহাজ বলতে কি বুঝায়?! সঠিক মানহাজ কোনটি?!
৩. কেউ যদি বলে - মাজহাব গত হানাফি অনুসরণ করলেও মানহাজের ক্ষেত্রে সালাফি মানহাজ অনুসরণ করে! এর মানে কি বুঝায়?! আক্বিদা সঠিক আছে বলা যায়?!
৪. ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া, মঞ্জুরে এলাহি, ড. সাইফুল্লাহ এই আলেমরা কি হক্কানি বা হক্বপন্থি আলেম?!
[ ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া সম্পর্কে শুনেছি অন্যদের খারেজি বলেন, কিছু শায়েখদের আক্বিদায় সমস্যা আছে বলেন! যেমন ত্বকি উসমানির আক্বিদায় নাকি সমস্যা ছিলো, এরকম বলেছেন শুনেছি!
আবার, মঞ্জুরে এলাহি নাকি সরকারি দলকে সাপোর্ট করা আলেম শুনেছি, জানি না সঠিক! ড. সাইফুল্লাহকে চিনি না!]
জাযাকাল্লাহু খইরন!