আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
303 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (101 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১. নিম্নোক্ত কথাগুলো একজন জেনারেল লাইনের ব্যাক্তির বলা!  এই কথাগুলোর উপর ভিত্তি করে তাকে কি সহিহ আক্বিদার বলা যায়?! মানে এই কথাগুলো দ্বারা তার ইমান - আক্বিদায় কোনো সমস্যা আছে কিনা বা ইমান আক্বিদা ঠিক আছে কিনা এমন কিছু বুঝা যায় কিনা জানতে চাই! -------

" আমি সহিহ কুরআন সুন্নাহ ফলো করি। সেটা যার সাথে মিলে যায় তাদের থেকেই ইলম গ্রহণ করি। আমার মধ্যে মাযহাবের গোঁড়ামি একদম নেই, আর এটা পছন্দও করি না। আমরা যেহেতু হানাফি অঞ্চলের লোক, ছোটবেলা থেকে হানাফি অঞ্চলে বড় হয়েছি, সেহেতু ফিকহের ক্ষেত্রে হানাফী ফলো করি। আমাদের অঞ্চলে প্রচলিত হানাফি মাজহাবের নামে যে গোঁড়ামি চলে তা একদম পছন্দ করি না।তাই আমার কাছে প্রকৃত হানাফি এবং প্রকৃত আহলে হাদিস একই । আর এই প্রতিষ্ঠানে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে দ্বীন পালনের পাশাপাশি ১০০% হালাল উপার্জন, এখানে আমি আমার চক্ষু হেফাজত করতে পারছি এটাও একটা বড় কারণ। একাধিক সুন্নার ক্ষেত্রে অন্যের মতকেও সম্মান করি। এক্ষেত্রে আমি উদার মনের।

আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ এদের বুঝের আলোকে ইসলাম বোঝার চেষ্টা করি। তারাও সালাফদের বুঝের আলোকে ইসলাম বুঝেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ সকল ইমামগণই আমাদের সালাফ। তারা সকলেই আমাদের মাথার তাজ , আমি এটাই মনে করি। ফেতনাবাজ হানাফী ফেতনাবাজ আহলে হাদিস উভয় দলই আমার কাছে অপছন্দনীয়, আরেকটা কথা ,আমি মাজহাব গত হানাফি অনুসরণ করলেও মানহাজের ক্ষেত্রে সালাফী মানহাজ অনুসরণ করি।"

২. উপরিউক্ত ব্যক্তি তার প্রতিষ্ঠান বলতে  ঢাকা যাত্রাবাড়ির  ' দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ' র কথা বুঝিয়েছেন! সেখানে সহকারী গনিত শিক্ষক হিসেবে আছেন!  এই প্রতিষ্ঠানে চাকরি করা কি ইমান আক্বিদার দিক থেকে সেইফ?! তাদের আক্বিদাগত সমস্যা আছে কিনা!  সালাফি মাদ্রাসা তাই জানতে চাচ্ছি,  কারণ বর্তমানে সালাফি নামে ফিতনা শুনেছি অনেক!

৩. মানহাজ বলতে কি বুঝায়?!  সঠিক মানহাজ কোনটি?!

৩. কেউ যদি বলে -  মাজহাব গত হানাফি অনুসরণ করলেও মানহাজের ক্ষেত্রে সালাফি মানহাজ অনুসরণ করে! এর মানে কি বুঝায়?!   আক্বিদা সঠিক আছে বলা যায়?!

৪. ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া,  মঞ্জুরে এলাহি,  ড. সাইফুল্লাহ  এই আলেমরা কি হক্কানি বা হক্বপন্থি আলেম?!
[ ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া সম্পর্কে শুনেছি অন্যদের খারেজি বলেন, কিছু শায়েখদের আক্বিদায় সমস্যা আছে বলেন! যেমন ত্বকি উসমানির আক্বিদায় নাকি সমস্যা ছিলো, এরকম বলেছেন শুনেছি!
আবার,  মঞ্জুরে এলাহি নাকি সরকারি দলকে সাপোর্ট করা আলেম শুনেছি, জানি না সঠিক! ড. সাইফুল্লাহকে চিনি না!]

জাযাকাল্লাহু খইরন!

1 Answer

0 votes
by (606,150 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সালাফি সম্পর্কে সংক্ষেপে এতটুকু বলা যায় যে, তারাও আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একটি দল।
তবে শাখাপ্রশাখাগত কিছু কিছু মাস'আলা তারা চার মাযহাব থেকে ভিন্নতর মত পোষণ করে থাকেন। এজন্য তাদের পথভুলা দল বলা যেতে পারে,তবে তারা অবশ্যই আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দল। তারা অন্ধঅনুকরণের অজুহাত দেখিয়ে সবার জন্য ইজতেহাদের দরজাকে খুলে দিতে চান,অথচ সবার জন্য ইজতেহাদ সম্ভবপর নয়। এমনকি সবার ইজতেহাদের যোগ্যততাও নেই।

মুজতাহিদ ফিল মাযহাব তথা যিনি নিজে নিজে সরাসরি কুরআন-হাদীস থেকে শরীয়ত বুঝার ক্ষমতা রাখেন।
অর্থাৎ যিনি নিম্নোক্ত পাঁচটি বিষয়ে যথেষ্ট পারদর্শী থাকবেন।(১) তাফসীর(২)হাদীস ও হাদীসের রাবী(৩)আরবী ভাষা(৪)সালাফে সালেহীনদের বর্ণনাকৃত মাসাঈল ও তাদের মন্তব্য সমূহ।(৫)এবং কুরআন-হাদীস থেকে কিয়াস করে হুকুম বের করা যোগ্যতা।
উপরোক্ত বিষয়ে পারদর্শী কোনো ব্যক্তির জন্য তাকলীদে শাখসীর কোনো প্রয়োজন নেই।উনার কাছে নিজ ইমামের বিপরিত কোনো একটি দিক কুরআন-সুন্নাহর অধিক নিকটবর্তী প্রমাণিত হলে, উনি সেটার উপরই আ'মল করবেন। এমনকি তখন উনার জন্য নিজ ইমামের অনুসরণ বৈধ হবে না।(মাযহাব কি ও কেন দ্রষ্টব্য)

এছাড়া অন্য সবার জন্য নিজ ইমামের প্রত্যেকটি মতামতকে মান্য করা ওয়াজিব।
আরো জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1936

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এটা অবশ্যই ঠিক যে, আমি কুরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করি,আমি গোড়া হানাফি নই। তবে মাযহাবগত হানাফি এবং মানহাযগত সালাফি কথাটা বুঝিনি।  আমার যতটুকু বুঝে আসছে, এই কথাটাও বিশুদ্ধ হবে না।
এরকম লোকদের সাথে তর্কে না জড়ানোই উত্তম।

(২)
সালাফি প্রতিষ্টানের চেয়ে নিজের মাযহাব হানাফি প্রতিষ্টানে চাকুরী করাই উত্তম

(৩) মানহায বলতে আমরা আকিদা বুঝি। উনি কি উদ্দেশ্য নিয়েছেন, তা উনাকেই জিজ্ঞাসা করবেন। উনি হানাফি মাযহাবকে ফলো করে থাকলে হানাফি আকিদাকেই ফলো করবেন।

(৪) এখানে যাদের আলোচনা এসেছে, তাদের সম্পর্কে বলা যায় যে, তারা সালাফি ঘরণার আলেম। তারাও আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত। কোনো হানাফি অনুসারীর  জন্য তাদের ফলো করা ঠিক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...