আসসালামু আলাইকুম, সফরে থাকা অবস্থায় দুই সালাত একত্রে পড়া নিয়ে যে ইখতিলাফ আছে তা আমার জানা ছিলো না। আমি শুধু জানতাম যে একত্রে পড়া যাবে, এমতাবস্থায় আমি যোহর, আসর এবং মাগরিব, এশা একত্রে আদায় করেছি। এভাবে কি আমার সালাত শুদ্ধ হয়েছে?
কাযা আদায় করতে হলে, যে সালাত গুলো আমি বিলম্ব করে পড়েছি যেমন আসর এর ওয়াক্তে যোহর এবং এশা এর ওয়াক্তে মাগরিব ওইগুলা ও কি আদায় করতে হবে নাকি কাযা আদায় হয়ে গিয়েছে? (আমি ৫ দিনের সফরে ছিলাম, তাই অনেক গুলো সালাত ই একসাথে পড়া হয়েছে)