আসসালামু আলাইকুম, জনৈক এক ব্যক্তির দেশে ওয়ালি,উকিল ও সাক্ষী সহকারেই হুজুর দিয়ে তাদের মুখোমুখি বিয়ে হয়েছে,কিন্তু তাদের সরকারিভাবে লিখিতভাবে কাবিন হয় নাই, কারণ সে বিদেশে চলে যাবে এবং ৩ বছর পর দেশে আসবে এবং মেয়েকে উঠিয়ে আনার সময় আবার কাজী ডাকিয়ে নতুন করে ওয়ালি,সাক্ষী,উকিল সহকারেই বিয়ে পড়িয়ে রাস্ট্রীয়ভাবে তাদের আবার বিয়েটা সম্পন্ন হবে, এটাই ছিলো তাদের প্ল্যান এবং ২পক্ষেরই সম্মতি আছে এখানে,
কিন্তু দুঃখজনকভাবে স্বামী বিদেশে আসার পর তাদের মধ্যে মেসেজে ঝগড়া হয় এবং মেসেজে তালাক্ব বলে ফেলে,তাদের মধ্যে সহবাস হয়নি, আমি শুনেছি সহবাস করার আগে তালাক্ব দিলে নাকি আবার নতুন বিয়ে করে নতুন সাক্ষী নতুন মোহর ও মেয়ে ও তার ওয়ালির রেজামন্দি থেকে বিয়ে করা লাগে, তারা এটার জন্য খুবই চিন্তিত, তারা চাচ্ছে না তাদের মা বাবা আত্নীয়দের জানাতে কারন এতে ২ পরিবারের মধ্যে অনেক সমস্যা ও ফাসাদ হয়ে যাবে এবং তাদের মধ্যে সমালোচনার ভার ও হাসির পাত্র হবে,বিষয়টা স্বামী স্ত্রীর মধ্যেই থাকুক এবং মেয়ের বাবা অনেক অসুস্থ হয়তো এই কথা শোনার পর হয়তো স্ট্রোকও করতে পারেন, এখন তারা চাচ্ছে তাদের মা বাবাকে না জানিয়ে ৩ বছর পর স্বামী দেশে এসে উপরের উল্লেখিত পদ্ধতিতে মেয়েকে উঠিয়ে আনার সময় নতুন করে বিয়ে করে ফেলতে, অবশ্য তখন স্বামীর নিয়তে এটা থাকবে যে আমি আমার স্ত্রীকে পুনরায় বিয়ে করে আমার কাছে ফিরিয়ে নিচ্ছি এবং আমি বাকি ২তালাকের হকদার হবো, এতে কি তাদের বৈবাহিক সম্পর্ক হালাল হবে এবং তারা স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারবে???