আসসালামু আলাইকুম!
কেমন আছেন সায়েখ?
(বি:দ্রঃ আমি এই প্রশ্ন টা ২১ শে আগস্ট করেছিলাম কিন্তু আমি আমার ১, (১.২) ও (১.৩) প্রশ্নের মধ্যে কিছু বিষয় লিখতে ভুলে গিয়েছিলাম, তাই আবার ভুলে যাওয়া বিষয়গুলো যোগ করে আবার প্রশ্ন করলাম, সাথে ২ ও ৩ নম্বর দুইটা নতুন প্রশ্ন করলাম। দয়া করে পুরো প্রশ্নগুলো ভালো করে পড়ে উত্তর গুলো আমাকে জানাবেন শায়েখ,ধন্যবাদ) আমি জানি আমি আপনাকে অনেক বিরক্ত করছি কিন্তু কি করবো বলেন আমি চাই না হারাম ভাবে ইনকাম করতে, আমার ইনকাম করাটা জরুরি কিন্তু আমি চাই মহান আল্লাহর রহমতে ১০০% হালাল ভাবে ইনকাম করতে। আশা করি আমাকে সাহায্য করবেন। এর আগে অনেকবার আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ শায়েখ, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি যেন মহান আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করে। আমার জন্য দোয়া করবেন শায়েখ মহান আল্লাহর রহমতে।
অনলাইনে অনেক মার্কেটপ্লেস আছে যেখানে ডিজাইনার রা তাদের তৈরি করা ডিজাইন বিক্রি করতাছে, তারপর তা বিক্রি হলে তারা ডলার পায় বা ডলার ইনকাম করতাছে। কিন্তু তারা যে ডিজাইন বিক্রি করতাছে, সেই ডিজাইন তৈরি করার সময় যেই গ্রাফিক্স ব্যাবহার করতাছে,সেই গ্রাফিক্স তারা অনেকেই গ্রাফিক্স বিক্রেতার থেকে গ্রাফিক্স না কিনে সেই গ্রাফিক্স ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করতাছে, বা অন্য যারা অনলাইনে ডিজাইন বিক্রি করতাছে তাদের ডিজাইন দেখে দেখে তাদের ডিজাইন এর মত ডিজাইন তৈরি করতাছে বা কয়েক টি ডিজাইন দেখে তা সমন্বয় করে নতুন ডিজাইন তৈরি করে বিক্রি করতাছে (অফলাইনে বিক্রি করা বা বিক্রি হওয়া ডিজাইন দেখে দেখে ও নতুন ডিজাইন তৈরি করতে পারে এবং তা বিক্রি করতে পারে বা বা অফলাইনে কত গুলো ডিজাইন দেখে তার সমন্বয় করে নতুন ডিজাইন তৈরি করে বিক্রি করতে পারে)। কিন্তু সবাই এইভাবে ডিজাইন করে বিক্রি করে কিনা তা আমি সঠিক জানি না। আমি ১০০% সঠিক ভাবে বলতে পারি না যে সবাই এইভাবে ডিজাইন করে বিক্রি করতাছে। আমি বাংলাদেশী দের দেখেছি তারা গ্রাফিক্স বিক্রেতার থেকে গ্রাফিক্স না কিনে সেই গ্রাফিক্স ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করছে এবং তা দিয়ে ডিজাইন তৈরি করে মার্কেটপ্লেস এ বিক্রি করছে বা অন্য যারা অনলাইনে ডিজাইন বিক্রি করতাছে তাদের ডিজাইন দেখে দেখে তাদের ডিজাইন এর মত ডিজাইন তৈরি করতাছে বা কয়েক টি ডিজাইন দেখে তা সমন্বয় করে নতুন ডিজাইন তৈরি করে বিক্রি করতাছে(অফলাইনে বিক্রি করা বা বিক্রি হওয়া ডিজাইন ও দেখে দেখে ওরকম ডিজাইন করে তা বিক্রি করতে পারে বা অফলাইনে কত গুলো ডিজাইন দেখে তার সমন্বয় করে নতুন ডিজাইন তৈরি করে বিক্রি করতে পারে) বা যেই ফন্ট বা গ্রাফিক্স শুধু ব্যাক্তিগত ভাবে ব্যাবহার করার জন্য গ্রাফিক্স বা ফন্ট এর মালিক অনুমতি দিছে, সেই ফন্ট বা গ্রাফিক্স শুধু ব্যাক্তিগতভাবে ব্যাবহার না করে তা দিয়ে ডিজাইন করে মার্কেটপ্লেস এ বিক্রি করতাছে, যা ফন্ট বা গ্রাফিক্স এর মালিক নিষেধ করেছে, এই অনুমতি দেয় নাই।কিন্তু সবাই এইভাবে ডিজাইন করে কিনা তা আমি সঠিক জানি না, হয়তো অনেকে গ্রাফিক্স কিনে ও ব্যাবহার করতে পারে, আবার না ও পারে। ওই মার্কেটপ্লেস গুলো তে বিশ্বের অনেক দেশের মানুষেরা ডিজাইন বিক্রি করে, তারা গ্রাফিক্স বিক্রেতার থেকে গ্রাফিক্স কিনে ব্যাবহার করে নাকি তারা গ্রাফিক্স বিক্রেতার থেকে গ্রাফিক্স না কিনে সেই গ্রাফিক্স ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করে ডিজাইন তৈরি করে বিক্রি করে তা আমি ১০০% সঠিক জানি না। তারা গ্রাফিক্স বিক্রেতার থেকে গ্রাফিক্স কিনতে ও পারে আবার না ও পারে।আবার অনেক গ্রাফিক্স আছে যা গ্রাফিক্স এর মালিক শুধু ব্যাক্তিগত কাজে ব্যাবহার করার জন্য লাইসেন্স দেয়া কিন্তু ডিজাইনার রা অনেকেই ব্যাক্তিগত ভাবে ব্যাবহার করার লাইসেন্স দেয়া গ্রাফিক্স দিয়ে ডিজাইন তৈরি করে বিক্রি করছে মানে কমাসিয়াল ভাবে ব্যাবহার করছে যা গ্রাফিক্স এর মালিক নিষেধ করেছে, গ্রাফিক্স এর মালিক শুধু অনুমতি দিয়েছে ব্যাক্তিগত কাজে ব্যাবহার করার, তা দিয়ে ডিজাইন করে বিক্রি করতে অনুমতি দেয় নাই, তা দিয়ে ডিজাইন করে বিক্রি করতে নিষেধ করেছে। আমি ১০০% সঠিক ভাবে বলতে পারি না যে তারা মার্কেটপ্লেস এ যেই ডিজাইন বিক্রি করতাছে তা তারা সবাই গ্রাফিক্স বিক্রেতার থেকে গ্রাফিক্স না কিনে সেই গ্রাফিক্স ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করে তা দিয়ে ডিজাইন করে বিক্রি করতাছে কিংবা ব্যাক্তিগত কাজে ব্যাবহার করার লাইসেন্স আছে, ওই ফন্ট ব্যাক্তিগত ভাবে ব্যাবহার না করে কমাশিয়াল ভাবে ব্যাবহার করছে মানে ওই ফন্ট দিয়ে ডিজাইন করে বিক্রি করছে, যার অনুমতি ফন্ট এর মালিক দেয় নাই, সে শুধু ব্যাক্তিগত কাজে ব্যাবহার করার অনুমতি দিছে, তা দিয়ে ডিজাইন করে বিক্রি করে বিক্রি করার অনুমতি দেয় নাই, তা দিয়ে ডিজাইন করে বিক্রি করতে নিষেধ করেছে। এইগুলা আমি ১০০% সঠিক বলতে পারি না। আমার সন্দেহ হয় কারণ আমি অনেক বাংলাদেশী ডিজাইনার দের দেখেছি এইভাবে ডিজাইন করে ওইসব মার্কেটপ্লেস এ বিক্রি করতে।
আবার ডিজাইনার রা কপিরাইট বা ট্রেডমার্ক কোনো কিছু দিয়ে ও ডিজাইন করে বিক্রি করতে পারে, আমি সঠিক জানি না। মার্কেটপ্লেস বলছে আমরা কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘন করতে পারে এমন সামগ্রী সরানোর জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করি।
১. আমি যদি তাদের থেকে ডিজাইন কিনে তা টিশার্ট বা অন্য কোনো পণ্যের উপর বসিয়ে প্রিন্ট করে বিক্রি করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে?
(১.২) আমি জানি না যে কে কে গ্রাফিক্স বিক্রেতার থেকে গ্রাফিক্স না কিনে সেই গ্রাফিক্স ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করে বিক্রি করছে, আর কে কে গ্রাফিক্স,ফন্ট কিনে তা দিয়ে ডিজাইন করে বিক্রি করছে।যদি জানতাম তাহলে যারা গ্রাফিক্স বিক্রেতার থেকে বা ফন্ট বিক্রেতার থেকে গ্রাফিক্স বা ফন্ট না কিনে ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করে ডিজাইন করে তা বিক্রি করছে, তাদের ডিজাইন না কিনে অন্য দের ডিজাইন কিনতাম। যেহেতু আমি জানি না কারা গ্রাফিক্স বিক্রেতার থেকে গ্রাফিক্স না কিনে সেই গ্রাফিক্স ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করে ডিজাইন তৈরি করে বিক্রি করছে সেহেতু আমি যদি মার্কেটপ্লেস এর সাবস্ক্রিপশন কিনে ডিজাইন ডাউনলোড করার সময় তাদের ডিজাইন ও ডাউনলোড করে ফেলি এবং তা দিয়ে টিশার্ট বা অন্য কোনো পণ্য প্রিন্ট করে বিক্রি করে ইনকাম করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে?
আমি চাইলে নিজে সফটওয়্যার এর সাবস্ক্রিপশন কিনে, গ্রাফিক্স কিনে ডিজাইন করে বিক্রি করতে পারি কিন্তু তা একটু ঝামেলার আর ওদের মত সুন্দর করে আমি ডিজাইন করতে না ও পারি। হয়তো চেষ্টা করলে পারতে ও পারি কারণ আমি ডিজাইন এর কোর্স করেছি এবং আমি ডিজাইন করতে পারি। (১.৩) আমি নিজে ডিজাইন তৈরি না করে ওদের ডিজাইন কিনে তা টিশার্ট বা অন্য কিছুর উপরে বসিয়ে প্রিন্ট করে বিক্রি করলে কি আমার জন্য ইনকাম হারাম হবে?
বি:দ্রঃ (ওই মার্কেটপ্লেস থেকে সাবস্ক্রিপশন কিনলে বা ডিজাইন কিনলে ওরা আমাকে ওই ডিজাইন ডাউনলোড করে টিশার্ট বা অন্য কিছুর উপর বসিয়ে প্রিন্ট করে বিক্রি করার অনুমতি দেয়।)
২. ফেইসবুকে আমার কেনা টিশার্ট ডিজাইন এর অ্যাড দেয়ার জন্য আমার ডিজাইনটি কে কোনো ওয়েবসাইট এর সাবস্ক্রিপশন কিনে ওই ওয়েবসাইট এর মাধ্যেমে কোনো পুরুষের গায়ের টিশার্ট এর উপরে বসিয়ে তা দিয়ে ছবি বা ভিডিও তৈরি করে, সেই ছবি বা ভিডিও দিয়ে ফেইসবুকে অ্যাড দিবো। আমি যেই পুরুষের গায়ের টিশার্ট এর উপরে আমার ডিজাইন টি বসাবো ওই পুরুষের চুল লাল, আবার হাত বা গলায় ট্যাটু থাকে। আমি যদি ওয়েবসাইট এর সাবস্ক্রিপশন কিনে ওই ওয়েবসাইট দিয়ে ওই পুরুষের গায়ের টিশার্ট এর উপর আমার টিশার্ট ডিজাইন বসিয়ে ছবি বা ভিডিও বানিয়ে তা দিয়ে ফেইসবুকে অ্যাড দিয়ে আমার পণ্য বিক্রি করে ইনকাম করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে? যেহেতু ওই পুরুষদের হাতে বা গলায় ট্যাটু থাকে, চুল লাল থাকে।
(২.২) আমার কি গুনা হবে? কারণ ওই পুরুষদের হাতে বা গলায় ট্যাটু থাকে, চুল লাল থাকে।
৩. আমি যেই মার্কেটপ্লেস এ আমার পণ্য বিক্রি করবো সেই মার্কেটপ্লেস এ অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। মানে কেউ ওই মার্কেটপ্লেস এর পণ্য বিক্রি করে দিলে তাকে পূর্ব নির্ধারিত একটা পার্সেন্টেজ দেয়। কোনো অ্যাফিলিয়েট মার্কেটার যদি ওই মার্কেটপ্লেস থেকে আমার পণ্য মার্কেটিং করে বিক্রি করে দেয় এবং আমার পণ্য বিক্রি হওয়াতে আমি যেই ইনকাম করবো তা কি হালাল হবে? কারণ ওই অ্যাফিলিয়েট মার্কেটার রা তো হারাম ভাবে মার্কেটিং করে ও বিক্রি করতে পারে, যেমন মেয়েদের ছবি দিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে বা মিউজিক ব্যাবহার করে মার্কেটিং করে বিক্রি করতে পারে। আমি ১০০% সঠিক বলতে পারবো না যে তারা এইভাবে মার্কেটিং করে, হয়তো অনেকে করে আবার অনেকে না ও করতে পড়ে। আমি অনেক কে দেখেছি বা জানি অনেকে মেয়েদের ছবি দিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে বা মিউজিক ব্যাবহার করে মার্কেটিং করে পণ্য বিক্রি করে।