আসসালামু আলাইকুম!
আমার কিছু প্রশ্ন আছে।
অনলাইনে অনেক মার্কেটপ্লেস আছে যেখানে ডিজাইনার রা তাদের ডিজাইন বিক্রি করে, তারপর তা বিক্রি হলে তারা ডলার পায়। তারা যে ডিজাইন বিক্রি করছে, সেই ডিজাইন তৈরি করার সময় যেই গ্রাফিক্স ব্যাবহার করছে, সেই গ্রাফিক্স তারা অনেকেই না কিনেই ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করছে, আমি বাংলাদেশী দের দেখেছি তারা অন্যের গ্রাফিক্স না কিনে ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করছে এবং তা দিয়ে ডিজাইন তৈরি করে মার্কেটপ্লেস এ বিক্রি করছে। কিন্তু সবাই এইভাবে ডিজাইন করে কিনা তা আমি সঠিক জানি না, হয়তো অনেকে গ্রাফিক্স কিনে ও ব্যাবহার করতে পারে, আবার না ও পারে। ওই মার্কেটপ্লেস এ বিশ্বের অনেক দেশের মানুষেরা ডিজাইন বিক্রি করে, তারা গ্রাফিক্স কিনে ব্যাবহার করে নাকি অন্যের গ্রাফিক্স না কিনে ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করে ডিজাইন তৈরি করে বিক্রি করে তা আমি ১০০% সঠিক জানি না। আবার অনেক গ্রাফিক্স আছে যা শুধু ব্যাক্তিগত কাজে ব্যাবহার করার জন্য লাইসেন্স দেয়া হয় কিন্তু ডিজাইনার রা অনেকেই ব্যাক্তিগত ভাবে ব্যাবহার করার লাইসেন্স দেয়া গ্রাফিক্স দিয়ে ডিজাইন তৈরি করে বিক্রি করছে মানে কমাসিয়াল ভাবে ব্যাবহার করছে যা গ্রাফিক্স এর মালিক নিষেধ করেছে, গ্রাফিক্স এর মালিক শুধু অনুমতি দিয়েছে ব্যাক্তিগত কাজে ব্যাবহার করার। আমি ১০০% সঠিক ভাবে বলতে পারি না যে তারা মার্কেটপ্লেস এ যেই ডিজাইন বিক্রি করতাছে তা অন্যের গ্রাফিক্স না কিনে ডাউনলোড করে তা দিয়ে ডিজাইন করে বিক্রি করতাছে কিংবা ব্যাক্তিগত কাজে ব্যাবহার করার লাইসেন্স আছে, ওই ফন্ট ব্যাক্তিগত ভাবে ব্যাবহার না করে কমাশিয়াল ভাবে ব্যাবহার করছে মানে ওই ফন্ট দিয়ে ডিজাইন করে বিক্রি করছে, যার অনুমতি ফন্ট এর মালিক দেয় নাই, সে শুধু ব্যাক্তিগত কাজে ব্যাবহার করার অনুমতি দিছে। এইগুলা আমি ১০০% সঠিক বলতে পারি না। আমার সন্দেহ হয় কারণ আমি অনেক বাংলাদেশী ডিজাইনার দের দেখেছি এইভাবে ডিজাইন করে ওইসব মার্কেটপ্লেস এ বিক্রি করতে।
আবার ডিজাইনার রা কপিরাইট বা ট্রেডমার্ক কোনো কিছু দিয়ে ও ডিজাইন করে বিক্রি করতে পারে, আমি সঠিক জানি না। মার্কেটপ্লেস বলছে যে তারা যত দ্রুত সম্ভব কপিরাইট বা ট্রেডমার্ক করা কোনো ডিজাইন বা কপিরাইট বা ট্রেডমার্ক করা কোনো গ্রাফিক্স দিয়ে তৈরি করা ডিজাইন বা কপিরাইট বা ট্রেডমার্ক করা কোনো ফন্ট দিয়ে তৈরি করা ডিজাইন রিমুভ করে ফেলে।
১. আমি যদি তাদের থেকে ডিজাইন কিনে তা টিশার্ট বা অন্য কোনো পণ্যের উপর বসিয়ে প্রিন্ট করে বিক্রি করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে?
(১.২) আমি জানি না যে কে কে অন্যের গ্রাফিক্স না কিনে ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ডিজাইন করে বিক্রি করছে, আর কে কে গ্রাফিক্স,ফন্ট কিনে তা দিয়ে ডিজাইন করে বিক্রি করছে।যদি জানতাম তাহলে যারা গ্রাফিক্স বা ফন্ট না কিনে ডাউনলোড করে সফটওয়্যার এর মাধ্যমে ব্যাবহার করে ডিজাইন করে তা বিক্রি করছে, তাদের ডিজাইন না কিনে অন্য দের ডিজাইন কিনতাম। যেহেতু আমি জানি না কারা অন্যের গ্রাফিক্স বা ফন্ট না কিনে ডাউনলোড করে সফটওয়্যার দিয়ে ব্যাবহার করে ডিজাইন তৈরি করে বিক্রি করছে সেহেতু আমি যদি মার্কেটপ্লেস এর সাবস্ক্রিপশন কিনে ডিজাইন ডাউনলোড করার সময় তাদের ডিজাইন ও ডাউনলোড করে ফেলি এবং তা দিয়ে টিশার্ট প্রিন্ট করে বিক্রি করে ইনকাম করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে?
আমি চাইলে নিজে সফটওয়্যার এর সাবস্ক্রিপশন কিনে, গ্রাফিক্স কিনে ডিজাইন করে বিক্রি করতে পারি কিন্তু তা একটু ঝামেলার আর ওদের মত সুন্দর করে আমি ডিজাইন করতে না ও পারি। হয়তো চেষ্টা করলে পারতে ও পারি কারণ আমি ডিজাইন এর কোর্স করেছি এবং আমি ডিজাইন করতে পারি , যদি ও খুব বেশি ডিজাইন করি নাই। (১.৩) আমি নিজে ডিজাইন তৈরি না করে ওদের ডিজাইন কিনে তা টিশার্ট বা অন্য কিছুর উপরে বসিয়ে প্রিন্ট করে বিক্রি করলে কি আমার জন্য ইনকাম হারাম হবে?
বি:দ্রঃ (ওই মার্কেটপ্লেস থেকে সাবস্ক্রিপশন কিনলে বা ডিজাইন কিনলে ওরা আমাকে ওই ডিজাইন টিশার্ট বা অন্য কিছুর উপর বসিয়ে প্রিন্ট করে বিক্রি করার অনুমতি দেয়।)
২. অনলাইনে অনেকে টিশার্ট ডিজাইন করে বিক্রি করছে, আমি যদি তাদের ডিজাইন গুলো দেখে ধারণা নেই যে তারা কিভাবে ডিজাইন করলো, কোথায় কোন গ্রাফিক্স ব্যাবহার করলো, কোথায় কোন ফন্ট ব্যাবহার করলো।এইসব দেখে যদি আমি ধারণা নিয়ে ডিজাইন করে বিক্রি করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে? আমি যদি ডিজাইন করতে চাই তাহলে তো আমার ধারণা লাগবে যে কিভাবে ডিজাইন করবো, অন্য রা যেইভাবে ডিজাইন করে তা দেখে ধারণা নিয়ে ডিজাইন করতে হবে। যেমন আমি তাদের কয়েক টা ডিজাইন দেখে ধারণা নিবো, তারপর ধারণা অনুযায়ী ডিজাইন করবো। হতে পারে তাদের কয়েক টা ডিজাইন দেখে তার সমন্বয় করে আমি নতুন একটা ডিজাইন তৈরি করলাম কিংবা আমি তাদের একটা ডিজাইন দেখে সেই ডিজাইন এর মত হুবহু আরেকটা ডিজাইন তৈরি না করে কিছু অংশ তৈরি করলাম আর বাকি টা আমি আমার মত করে তৈরি করলাম।
৩. অনেকে কোর্স বিক্রি করে, যারা তাদের থেকে কোর্স কিনে তাদেরকে কোর্স এর ভিডিও দেয় এবং অন্য কাউকে সেই ভিডিও দিতে নিষেধ করে কিংবা বিক্রি করতে নিষেধ করে। কিন্তু কেউ একজন টাকা দিয়ে কোর্স করার পর সেই ভিডিও আমার কাছে অল্প টাকায় বিক্রি করে, আমি জানি মালিক পক্ষ থেকে এটা নিষেধ কাজ তারপর ও আমি কম টাকায় পেয়ে কিনি কারণ ওই কোর্স এর দাম বেশি ছিল।
এখন ওই কোর্স করে আমি যা শিখেছি তা প্রয়োগ করে যদি ইনকাম করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে?
যেমন আমি শিখেছি কিভাবে ডিজাইন করার সময় কম্পিউটার এ কি কি ফন্ট আছে তা একটা একটা করে না খুজে খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে বের করে তা দিয়ে ডিজাইন করে ফেলতে পারি। এখন যদি আমি ডিজাইন করার সময় সেই ওয়েবসাইট ব্যাবহার করে ফন্ট বের করি এবং তা দিয়ে ডিজাইন তৈরি করি তারপর আমার ডিজাইন বিক্রি করি তাহলে কি আমার ইনকাম হারাম হবে?(৩.২)