শরীয়তের বিধান হলো পুকুরে পানির মধ্যে মাছ থাকাবস্থায় তা মোটেও হস্তান্তরযোগ্য নয়, বিধায় পুকুরের মাছ না ধরে বিক্রি করা জায়েজ হবে না।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে মাছ সহ ঘের/মাছ সহ পুকুর ক্রয় করা জায়েজ হয়নি।
(ফাতাওয়ায়ে আলমগীরী : ৩/১১৩, মাজমুআতুল ফাতাওয়া : ২/১৪০)
প্রশ্নোক্ত ক্ষেত্রে কারবারটি যেহেতু নাজায়েয হয়েছে এখন ঐ চুক্তি ধর্তব্য হবে না। অতএব আপনারা এক্ষেত্রে মালিকের সাথে চুক্তি বাতিল করবেন,টাকা ফেরত নিবেন,ও যেই টাকার পোনা ছেড়েছেন,সেই টাকাও ফেরত নিবেন।
অথবা যে পরিমাণ মাছ তাতে আছে, সব মাছ তুলে
তার পাইকারি বাজার-মূল্য (আপনাদের পোনা ব্যাতিত) তাকে দিয়ে দিবেন,আর আপনাদের দেয়া টাকা ফিরিয়ে নিবেন।
অতঃপর উক্ত পুকুর/ঘের নিতে চাইলে নতুন করে ক্রয় বিক্রয়ের চুক্তি করবেন।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن بيْعِ المضطرِّ وعنْ بيْعِ الغَرَرِ وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ قَبْلَ أَنْ تُدْرِكَ. رَوَاهُ أَبُو دَاوُد
‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর-জবরদস্তিমূলক ক্রয়-বিক্রয় ও প্রতারণামূলক কোনো কিছু ক্রয়-বিক্রয় এবং পুষ্ট হওয়ার আগে ফল ক্রয়-বিক্রয় করা হতে নিষেধ করেছেন।
(আবূ দাঊদ ৩৩৮২,মেশকাত ২৮৬৫)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عنْ بيعِ الحصاةِ وعنْ بيعِ الغَرَرِ. رَوَاهُ مُسلم
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাঁকর নিক্ষেপ করার ক্রয়-বিক্রয় হতে এবং ধোঁকার ক্রয়-বিক্রয় হতে নিষেধ করেছেন।
(মুসলিম ১৫১৩, নাসায়ী ৪৫১৮, আহমাদ ৭৪১১, দারিমী ২৬০৫, আবূ দাঊদ ৩৩৭৬, ইরওয়া ১২৯৪, সহীহ আল জামি‘ ৬৯২৯।)
আরো জানুনঃ-