আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
শায়েখ,
https://ifatwa.info/52557/ নং
আমি প্রশ্ন করেছিলাম ঃ
আমি কি সেই উপবৃত্তির টাকা ধার নিতে পারব অবশ্য আমি তা পরে পরিশোধ করে দিব ইন শা আল্লাহ। ওই উপবৃত্তির টাকা আমার কাছেই আছে?
উত্তরঃ
অন্যের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
(শায়েখ আমি এটা মানি।)
উত্তরে আরো আছেঃ
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার উপর ওয়াজিব যে, আপনি অতি দ্রুত উপবৃত্তির টাকা কর্তৃপক্ষের নিকট ফিরিয়ে দিবেন।এই টাকা থেকে খরচ করা কখনো বৈধ হবে না। যদি খরচ করে নেন, তাহলে সেই পরিমাণ টাকা অবশ্যই ফিরিয়ে দিবেন। এই টাকা থেকে ধার নিয়ে খরচ করা কখনো উচিৎ হবে না। বরং আপনি অন্য কারো কাছ থেকে ধার নিয়েই খরচ করবেন। হ্যা, যদি কোথাও ধার না পান, এদিকে আপনার জরুরত বেশী হয়, তাহলে আপনি খরচ করতে পারবেন।
এখন আমার প্রশ্ন হলো
১।আমার কাছেইতো উপবৃত্তির টাকা আমি কার কাছে বলে টাকা ধার নিবো কারন আমি যতটুকু জানি উপবৃত্তির টাকা সরকার মাধ্যমে আমি পেয়েছি এখন তাদের সাথেতো যোগাযোগ করা যাচ্ছে না ?
২। আমি যদি সাময়িক সময়ের জন্য সেই
উপবৃত্তির টাকা ধার নেই তাহলে কি সেটা সরাসরি হারাম হবে? উল্লেখ আমি টাকা একেবারে নিবো না সামিয়কের জন্য নিবো আবার ফেরত দিয়ে দিব।