বিসমিহি তা'আলা
জবাবঃ-
হাদীস শরীফে এসেছে,
রাসূলুল্লাহ সাঃ বলেন-
لا طاعة في معصية إنما الطاعة في المعروف
গোনাহের কাজে কারো বশ্যতা স্বীকার করা যাবে না।(শরীয়ত যাদের বিধিনিষেধ মেনে চলার আদেশ দিয়েছে তাদের) আদেশ শুধুমাত্র বৈধ ও নেকীর কাজে মানা যাবে।
সহীহ বুখারী-৭২৫৭
সহীহ মুসলিম-১৮৪০
দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরয।
দৈনন্দিন জীবনে দ্বীন পালন করে চলতে যতটুকু ইলমের প্রয়োজন ততটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরয।
ইসলামী জীবন বিধান সম্পর্কে জানতে এবং নিজ জীবনে বাস্তবায়িত করতে মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নাই।
তাই দ্বীনী শিক্ষার জন্য মাদরাসায় ভর্তি হতে কারো অসুন্তুষ্টিকে পরওয়া করা যাবে না।
আল্লাহ-ই ভালো জানেন।