ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইতিপূর্বে তো এরকম প্রশ্নের জবাব দিয়েছি।
১. স্বামী যদি স্ত্রী কে বলে , "পড়াশোনা না করলে যেই জামাই খুশি হবে ওই জামাইরে বিয়া কইরো যাও" এটি বলাতে তালাকের মজলিস হবে না। কেননা জামাইতো বর্তমানে বক্তাই।সুতরাং ভিন্ন জামাই পাবেন কোথায়??
২. এটি কেনায়া বাক্যও হবে না।
৩. "কিছু হইলে তোমার জন্য হবে।
আল্লাহ না করুক কিছু হইলে তোমার জন্য হবে।
কিছু হইলে তোমার বাড়াবাড়ির জন্য হবে" এইগুলা কেনায়া বাক্য না। নিয়ত থাকলেও কেনায়া বাক্য হবে না।
৪. মেসেঞ্জারে তালাকের মজলিস হয় না।মজলিস হওয়ার জন্য স্বশরীরে উভয়কে উপস্থিত থাকতে হবে।
৫. স্ত্রী যদি স্বামীকে বলে যে "তুমি কালকে আমাকে তালাক দিবে বলেছিলা। কিভাবে বলতে পারো এইগুলা। এইগুলা আর কখনোই বলবা না।
স্ত্রী গতকালের কথা স্বামীকে এইভাবে বলাতে সেটা তালাকের মজলিশ হবে না।