সাংসারিক কোলহ এর জন্য ওয়াইফ বাবার বাড়িতে ছিল। আমার ও তার সাথে সংসার না করার ইচ্ছা ছিল। বেশ কয়েক মাস তার সাথে আমি ঠিক মত কথা বলতাম না। একদিন তার ভাবি আমার কাছে কল করে কথা বলার জন্য।আমি কথা বলি এবং তার দোষ গুলা বলি।ওর ভাবি আমার ওয়াইফকে মাফ করে দিতে বলে। আর কি কথা হয়েছে মনে নেই। কিন্তুু তালাক দিইনি ১০০%। শেষে ভাবি বলে, তো এখন কি করবা? আমি বলি আর কল দিয়েন না।
★এতে কি তালাক হবে?
আমি এখন শুধু ভাবছি আর কি কথা হয়েছে তার ভাবি আর আমার মধ্যে। এই চিন্তা থেকে আর বের হতে পারছি না। বার বার মনে করার চেষ্টা করছি কি বলছিলাম।
এটা আমার রোগ। কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা, সন্দেহ করা।
★এটা নিয়ে কি চিন্তা করা ঠিক হচ্ছে আমার?