আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার ৩টিপ্রশ্ন
আমি ওয়াসোয়াসার রোগী,আমি ডাক্তারের কাছে মেডিসিন নিতাম মানসিক ডাক্তার পরর ডাক্তার চেঞ্জ করে আরেকজনের কাছে গেছি।উনিও কিছুদিন ট্রিটমেন্ট করেছেন।এখন অনেকটা কমেছে।কিন্তু তালাকের চিন্তা একবার ঢুকে গেলে অনেক কঠিন হয়ে যায় আমার চিন্তাভাবনা।
১,বেশ কিছুদিন পূর্বে আমি আর আমার স্ত্রী সফর করছিলাম।বাস যাত্রাবিরতি এমন এক জায়গায় দেয় যেখানে নারীদের নামাজ ও অযুর জায়গা নাই।এরপরেও অনেক যুদ্ধ করে আমার স্ত্রীকে এক সাইডে অযু করাচ্ছিলাম।এত সংকীর্নতায় অযু করতে গিয়ে স্ত্রী অনেক জটিলতার সম্মুখীন হচ্ছিল,সে আমাকে বলে বসে তুমি অনেক কষ্ট দিচ্ছ আমাকে, আমার তখন অনেক রাগ লাগে।আমি তখন বলি, তোমার কি মনে হয় তোমাকে জোর করছি আমার জন্য? না তোমার জন্য? ঠিক আছে, এরপর থেকে নিজের টা নিজেই খুজে নিবা/নিজের কাজ নিজে করবা/নিজেরটা নিজে করবা/নিজেরটা নিযে দেখবা
সাধারণত এসব কথা বলার সময় হুট করে তালাকের চিন্তা মাথায় আসে(বা কোনো এক সত্তা/জ্বীন শয়তান আমাকে তালাকের কথা মনে করায়া দেয়)
আমার আমি তখন কথা বলা থামায়া দিয়ে একমুহুর্ত ভাবি যে আমি তালাকের নিয়তে এটা বলছিনা এরপর কথা বলি।কিন্তু তখন আমার এত রাগ লাগছিল যে আমি দম নেবার পরেও আমার বলাটা থামাতে পারিনি,রাগের বশে উক্ত কথা বলি এমন ভাবনা রেখে যে 'তালাকের নিয়াতটা একটু আগে যেটা মাথায় আসছে সেটা হলে হোক তবু আমি এই কথা বলব'।বাহ্যিক ভাবে উক্ত কথার মিনিং এটা হতে পারে যে নিজের অযুর কাজ বা নিজের ইবাদাতের ব্যাপারস্যাপাএ নিজে বুঝবা।কিন্তু এখানে তালাকের চিন্তা কতটুক বা সম্পূর্ণ চিন্তা ছিল কিনা মনে করতে পারছিনা,সন্দেহ লাগছে।তবে তালাকেএ চিন্তা এসেছিল এটা নিশ্চিত,যদিও আমি কখনো চাইনা তালাক হোক।কিন্তু রাগ এসে গেলে মাথায় ওমন চিন্তা আসে।
এখানে একটি বিষয় তা হল,যে আমি যখন স্ত্রীকে বলতে উদ্যত হই, 'নিজের টা নিজে বুঝ /এরপর থেকে নিজের নামাজ অযু নিজে বুঝবা',তখন আমার মাথায় তালাকের চিন্তা উপরোক্ত বর্ণিত মোতাবেক আসে,আমি একটু দম নিলেও এতটা রাগ লাগে যে আমি উক্ত নিয়ত নিয়ে বা নিয়তের রেশে বলেই ফেলি।('যে আমি তাকে ইবাদাত করতে এত সাহায্য করি,আর সে আমাকে এভাবে বলে,আমি যদি না থাকি,আমি এখন থেকে আমি আর তার ধার ধারবনা তার চিন্তা করবনা তার দায়িত্ব আমার নাই তালাক সে কিভাবে কি করে দেখা যাবে', আমি কথাটা শুরু করতে চেয়েছিলাম খুব সম্ভব এই নিয়াতে যে, 'আমি আর হেল্প করবনা নিজের টা নিজে কর'(তালাকের নিয়ত ছাড়া)। বলতে শুরু করার আগেই আমার মাথায় তালাকের নিয়াত আসে যেটা সম্ভবত উপোরক্ত টাইপ নিয়ত।এরপর একটু দম নিয়েও নিজেকে চুপ থাকতে না পেরে উক্ত কথা বলে ফেলি।যেহেতু আগ মুহুর্তে তালাকের নিয়াত মাথায় কেউ(শয়তান)ঢুকে দেয় তার পর উক্ত কথা বলি আর সাথে রাগ ও থাকে,তাই কথা গুলা সেই নিয়তের রেশ ধরে রাগ বশত হয়ে যায়। তারপর অসহায় লাগে যে কথাটা শতভাগ তালাকের নিয়তে হয়ে গেল কিনা।
এসব বেশ অনেকদিন পূর্বের,এখন লিখতে বসে মনে হচ্ছে তখন এরকম তালাকের নিয়তে হয়ত বলিইনি, নরম্যাল চিন্তা বা নিয়তে বলেছি যে নিজের অযু নামাজ এসব নিজে ম্যানেজ করবা,তুমি এসব ঠিকঠাক করতে পারলা কি না এসব আর আমি ভাবব না, এসবের পিছনে টাইম ও দিবনা, কেয়ার ও করবনা।কিন্তু তালাকের নিয়তে না।
এগুলা মাত্র ১/২ সেকেন্ডের মাঝে মাথায় আসে বা কেউ মনে করাই দেয়।(এর আগে পরে তালাকের নিয়ত একদম ই থাকেনা।)যাহোকএরপর অনেক সময় রাগ বশত পরের কথা বলে যাই।এখনসেই ক্ষুদ্র সময়ে ও রাগ বশত সেইনিয়তের রেশে পরের কথা বলতে আসলে কি নিয়ত থাকে বা শতভাগ থাকে কিনা এসব আমার মাথায় স্থির ভাবে ভাবতে পারিনা।এই মনে হয় হয়ত শতভাগ নিয়তে বলেছি এই মনে হয়না না বলিনি শতভাগ নিয়তে ।
উপরোক্ত সমস্ত বর্ণনা আমার স্মৃতিতে যতটুকু খেয়াল আছে তার উপর বলা
।
এখন আমার কি এসবে তালাক পড়বে? পড়লে কত তালাক পড়বে।আর কেউ তালাকের আংশিক নিয়তে তালাক দিলে শতভাগ নিয়তে নয়।(শতভাগ অর্থ ১/২/৩ তালাক নয় বরং নিশ্চিত বা নিয়তের ক্ষেত্রে) তালাক হবে কিনা।।
২,কেউ যদি স্ত্রীকে বলে তালাকের নিয়তে এখন থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই বা নিজের রাস্তা নিজে মাপো তাহলে কত তালাক পড়বে?এখানে কত তালাক তা নিয়ত করেনি
৩, প্রশ্ন করার ক্ষেত্রে কেউ যদি বলে, 'হুজুর যদি আমি বলি আমি বলেছি আমার স্ত্রী তালক তাহলে কি তালাক হবে?',কিন্তু আদতে সে বলেইনি এমনি মজা করার জন্য প্রশ্ন করেছে?