ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সমস্ত উলামায়ে কেরামদের একথার উপর ইজমা রয়েছে যে, ঈমান হল, ঈমান তিনটি জিনিষের নাম,(১) অন্তর দ্বারা বিশ্বাস করা (২) মুখ দ্বারা স্বীকার করা (৩) আমল দ্বারা প্রমাণ করা।
ইমাম শাফেয়ী রাহ বলেন,
"وكان الإجماع من الصحابة والتابعين، ومن بعدهم، ومن أدركناهم؛ يقولون:
الإيمان قول وعمل ونية، لا يجزئ واحد من الثلاث إلا بالآخر." انتهى من "أصول اعتقاد أهل السنة لللالكائي" (5/956) رقم 1593، "مجموع الفتاوى" لابن تيمية (7/209)
মর্মার্থ-
সাহাবা, তাবেঈন এবং তাবে তাবেঈন উলামাদের বক্তব্য হল যে, ঈমান তিনটি জিনিষের নাম।(১) অন্তর দ্বারা বিশ্বাস করা (২) মুখ দ্বারা স্বীকার করা (৩) আমল দ্বারা প্রমাণ করা।
ইমাম বোখারী রাহ বলেন,
"كتبت عن ألف نفر من العلماء وزيادة، ولم أكتب إلا عمن قال: الإيمان قول وعمل، ولم أكتب عمن قال: الإيمان قول." انتهى من "أصول اعتقاد أهل السنة لللالكائي" (5/959) رقم (1597)
মর্মার্থ-
যারা ইমানকে কথা এবং আ'মল তথা অন্তরের বিশ্বাস এবং হাত পা দ্বারা সম্পাদিত বলে মনে করেন,তাদের এ বক্তব্যকে আমরা সমর্থন দেই।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ নও মুসলিমকে জিজ্ঞাসা করা হবে, তার কি ১০০% ঈমান ছিল, যদি সে বলে তার ৭০% ঈমান ছিল, তাহলে সে মুসলমান হয়নি, এখন যেহেতু তার ১০০% ঈমান এসেছে, তাই এখন সে নতুন করে মুসলমান হবে। এবং আবার নতুন করে বিয়ে করবে।