ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"স্ত্রী যদি স্বামীকে বলে এত চাপেন কেন? একটু স্বাধীন ভাবে চলতে দিতে পারেন না? স্বামী যদি বলে আমি বেশি চাপি? তুমার যেমন ইচ্ছে তেমন ভাবে চল কিছু বলব না কোনদিন বা যদি বলে তুমি তহ স্বাধীন"
তালাকের নিয়ত ব্যতিত এভাবে বললে কেনায়া তালাক পতিত হবে না।
তাছাড়া স্ত্রীকে তালাকের নিয়ত ছাড়া যদি কেউ বলে যে, "তুমি মুক্ত" তাহলে এদ্বারাও তালাক পতিত হয়না।
(২)
প্রশ্নটি অস্পষ্ট।আপনার কাছে অনুরোধ যে, আপনি প্রশ্নটিকে স্পষ্ট করে লিখে দিবেন। এবং কমেন্টে উল্লেখ করে দিবেন।
প্রশ্ন থেকে যা বুঝলাম,
এভাবে তালাক হবে না।
(৩)
স্বামী যদি বলে আজ থেকে তুমার আর আমার রাস্তা আলাদা।স্বামী যদি রাগ বা অভিমান করে তালাকের নিয়ত ছাড়া একথা বলে, তাহলে তালাক হবে না।