আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
150 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (189 points)
১. আমি বিয়ের আগে কাবিননামার ১৮,১৯ নং এর ব্যাপারে জানতাম। কিন্তু বিয়ের দিন সেইদিক খেয়াল ছিল না তাড়াহুড়ার জন্য। তাই কাজী আমাকে যেইখানে স্বাক্ষর দিতে বলে আমি সেইখানে স্বাক্ষর করি।
আমাকে কাজী অধিকার দেওয়ার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেও নি। আর আমি ১৮,১৯ এ কি লিখা আছে তা খেয়াল করে দেখতেও পারি নাই তাড়াহুড়ার জন্য।
আমি জানি না সেইখানে কি খালি ছিল, নাকি কিছু লিখা ছিল জানি না।কিন্তু আমি বিয়ের আগে থেকে চেয়েছি স্ত্রীকে অধিকার দিব না।

আমি যেহেতু সেইদিন খেয়াল না করে স্বাক্ষর করেছি, যদি কাজী অধিকার আগে দিয়ে থাকে তাহলে কি স্ত্রী তালাকের অধিকার পাবে?

২. কেউ যদি তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলে, "তুমি ওই জায়গায় গেলে তালাক দিবো"

স্বামীর এই কথার জন্য কি স্ত্রী তালাকের অধিকার পাবে?

1 Answer

0 votes
by (574,050 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যেহেতু স্বামী তালাকের অধিকার দেয়নি, শুধুমাত্র স্বাক্ষরের কারণে স্ত্রী দিয়ানাতান তথা আল্লাহর আদালতে স্ত্রী তালাকের কোনো অধিকার পাবে না। তবে কাযাআতান তথা দুনিয়ার সাধারণ নিয়ম হিসেবে তথা স্ত্রী যদি কখনো কোর্টে তালাকের অধিকার নিয়ে মামলা দায়ের করে, তাহলে কাযী বা বিচারক স্ত্রীকে তালাকের অধিকারীনী বলে সিদ্ধান্ত দিবেন।কেননা যেভাবেই হোক কাবিনননামায় তো তালাকের অধিকার দেয়া হয়েছে,এবং স্বামীর স্বাক্ষরও তাতে রয়েছে।

كُلُّ كِتَابٍ لَمْ يَكْتُبْهُ بِخَطِّهِ وَلَمْ يُمِلَّهُ بِنَفْسِهِ لَا يَقَعُ بِهِ الطَّلَاقُ إذَا لَمْ يُقِرَّ أَنَّهُ كِتَابُهُ كَذَا فِي الْمُحِيطِ (الفتاوى الهندية،1/379, المحيط البرهانى،-4/486، تاتارخانية، -3/380)
ভাবার্থ- প্রত্যেক ঐ তালাকনামা যা স্বামী লিখেনি,স্বামী অস্বীকার করলে কোনো তালাকই পতিত হবে না।

(২)
কেউ যদি তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলে, "তুমি ওই জায়গায় গেলে তালাক দিবো"

স্বামীর এই কথার জন্য স্ত্রী তালাকের অধিকার পাবে না তবে এটা তালাকে মুয়াল্লক হয়ে যাবে।তথা স্ত্রী ঐ জায়গায় গেলে অটোমেটিক তালাক হয়ে যাবে।যেহেতু স্বামীর নিয়তে তালাকের কোনো সংখ্যা ছিলনা, তাই সর্বনিম্ন তালাক ১ টি পতিত হবে।অর্থাৎ স্ত্রী ঐ জায়গায় যাওয়ার সাথে সাথে স্ত্রীর উপর ১ তালাক পতিত হয়ে যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/10666


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (189 points)
২ নং প্রশ্নটি বিয়ের পরের
অর্থাৎ বিয়ের পর স্বামী স্ত্রীকে বলল
'তুমি অমুক জায়গায় গেলে তালাক দিবো' এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পাবে?
by (574,050 points)
স্ত্রী তো তালাকের অধিকার পাবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...