ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শর্তের মাধ্যমে তালাক প্রদাণের জন্য নিম্নোক্ত হরফ ব্যবহার করা হয়ে থাকে।যথা-
(১)إنْ-যদি
(২)َإِذَا-যখন
(৩)َإِذْمَا-যখন
(৪)َكُلُّ-সব
(৫)َكُلَّمَا-যখনই
(৬)مَتَى-যখন
(৭)مَتَى مَا-যখন
বাক্যর প্রারম্ভে এ সকল শব্দ প্রয়োগ করে কোনো কাজের সাথে সম্পর্কিত করে তালাক প্রদাণ করলে যখনি উক্ত শর্ত পাওয়া যাবে,তখন তাৎক্ষণাৎ তালাক পতিত হয়ে যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1237
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
"ভ্রু ফ্লাগ করলে তালাক"
সুতরাং যদি এমনিতেই বা চিন্তার কারণে ভ্রুতে হাতে দেয়া হয় বা টানা হয়, এবং ফলশ্রুতিতে দুয়েকটি ভ্রু হাতে চলে আসে, তাহলে তালাক হবে না। কেননা এখানে প্লাগ করার জন্য বা প্লাগ করার উদ্দেশ্যে ভ্রুতে হাত দেয়া হচ্ছে না। সুতরাং তালাক হওয়ার প্রশ্নই আসে না।
(২)
এভাবে ধোকা প্রতারণার কি প্রয়োজন। আপনিই একটু কষ্ট করে জামিন হয়ে আসতে পারেন।
হ্যা, এটা ঠিক যে, বিয়ে হচ্ছে ইজাব এবং কবুলের নাম।সুতরাং ইজিব কবুল ব্যতিত কেউ যদি মিথ্যা বউ পরিচয় দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসে, তাহলে তাদের মধ্যকার বিয়ে হবে না। তবে এরকম ধোকা প্রতারণা জায়েয হবে না।