আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।শায়খ আমার মারাত্মক ওয়াসওয়াসা আছে।বিশেষ করে কেনায়া শব্দের ব্যপারে।মানে কেনায়া তালাকের ব্যপারে। আমি অনেক প্রশ্ন করেছি এখানে।যখন যেটা নিয়ে সন্দেহ আসে সেটা নিয়ে করি।এমন ও হয় যে হয়ত একটা প্রশ্ন ৪-৫ বার ও করে ফেলি।আমার মনে হয় যে প্রশ্নগুলো আগেও করেছি।কিন্তু আবার আসে যে ঠিক এমনটা করেছি কিনা।মনে হয় করেছি আবার মনে হয় করি নাই।এমন ওয়াাওয়াসা আসতে থাকে।এই বিষয় গুলো নিয়ে আমি ৭-৮ মাস ধরে কস্ট পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যদি আমার মনে হয় এই প্রশ্নটা আগে করেছি কিন্তু আবার সন্দেহ ও আসে করেছিলাম কিনা এমন প্রশ্ন আগে, তহ ঐ বিষয়ে আবার প্রশ্ন না করলে কি গুণাহ হবে?মানে মনে হয় করেছি প্রশ্নগুলো কিন্তু পরে গিয়ে আবার ওয়াসওয়াসা আসে করেছিলাম কিনা।এই বিষয়ে পরে আবার প্রশ্ন না করলে কি সমস্যা হবে? কারন আমার কিছু মনে থাকে না।সবসময় এই বিষয়ে ওয়াসওয়াসা আর টেনশন ঘুরতে থাকে।তাই আমি চায় আর না করতে প্রশ্ন।বেশি কস্ট পাচ্ছি আমি।
২।আমার স্বামী আমাকে তালাকের পাওয়ার দিছে।কিন্তু আমি চায় আমার স্বামীর সাথে থাকতে।উপরের প্রশ্নটা করায় কি কোন সমস্যা হবে?
৩।কোন স্ত্রী ধরেন জানেও না মেয়েরা তালাক দিতে পারে ইসলামে।ধরেন সে যদি স্বামীর দিকে ম ইন্গিত করে শর্ত যুক্ত তালাকের কথা বলে তাহলে তহ কিছু হবে না তাই না? সরাসরি বলেছে ধরেন কিন্তু স্বামীর দিকে যে ইন্গিত করেছে ওটা মনে মনে।নিজের দিকে ইন্গিত করে নি ধরেন।তাহলে তহ সমস্যা হয় না তাই না?এইটা এমনিতে জানার জন্য।