আসসালামু আলাইকুম হুজুর,,,১অনেকদিন আগে আমার স্বামীর সাথে এমনি কথা হচ্ছিল, আমি তাকে জিজ্ঞেস করসি তোমার আব্বু কি আমাক ছেড়ে দিতে বলবে?সে বলল হয়ত।আমি জিজ্ঞেস করি তুমি কি করবে সে বলে জানিনা,তখন আমি বলি বাহ বুঝছি,সে বলে তারমানে এইনা যে ছেড়ে দিব,এরপর কথায় কথায় বলে ছেড়ে দেয়ার ইচ্ছে নাই,কিন্তু আফসোস হয় সামলাতে পারবনা যখন তাহলে এগুলাতে আসলাম কেন,এত emotionally জরানো উচিত হয়নি,না পারছি শাম্নে আগাতে আর না পারছি পেছনে জেতে!এত emotionally না জরালে তোমাক এত কষ্ট পেতে হতনা।।।এই ধরনের কথায় কি তালাক হবে?
২।আরেকদিন আমার আপু আমার husband এর সাথে কথা বলে যে তুমি তার সাথে সম্পর্ক শেষ কর,সে কথার প্রেক্ষিতে বলসে আচ্ছা দেখি,বা চেষ্টা করব।এই কথায় কি কিছু হবে?
৩।আগামীকাল তারসাথে হালকা ঝগড়া হয় আমি বলসি তুমি কি চাও?একটু পর বলে তুমি আমাকে বলস তুমি কি চাও এটা দিয়ে বুঝিয়েছ তুমি আমাক ছেড়ে তোমার পরিবারের মান সম্মান বাচাতে তাদের পছন্দ করা ছেলে কে বিয়ে করবা,মানে আমি যেন তোমাক ছেড়ে দেই।আমি বলেছি আমি এমন কিছুই বুঝাইনি।এসব কথায় কি তালাক হবে?