হুযুর আপনি আগের প্রস্নের উত্তরে সেই স্ত্রি কে আপনি সাভাবিক ভাবে কথা বলতে বলেছেন, সেটা পরার পর, সেই স্ত্রি চিন্তা করে যে কথা বলবে , তখন তার বোন এর ছোট বাচ্চা টা কাদছিল, তখন সেই স্ত্রি বলে যে (((((কি হইছে)))) এটুকু বলার পর সে মনে মনে (ত..... নিলাম)))) এমন টা বলে ফেলে, সন্দেহে পরে জায় যে মনে মনে বলল নাকি আবার শব্দ হয়ে গেল
১))) হুযুর যদি শব্দ হয়ে যায় তাহলে কি(( ত.....))) হয়ে যাবে, হুযুর অই স্ত্রি এর সত্যি নেওয়ার কন ইচ্ছা নাই, কিন্তু কেন যে এমন হচ্ছে বুজতে পারছে না, সে নিজেকে কন ভাবেও অই কথা থেকে দূরে রাখতে পারছে না,
২))) ব্রাশ করার সময় অ এমন হইছে, সন্দেহে পরে জায় শব্দ হয় নাকি মনে মনে বলে,
৩))) যদি শব্দ হয়ে যায় তাহলে কি সমস্যা হবে, তার ত নেওয়ার ইচ্ছা নাই তাও সেই স্ত্রি( ত..... নিলাম))) এমন টা বলে ফেলছে, মনে মনে বলছে নাকি শব্দ করে বলছে মাজে মাজে সন্দেহে পরে যাচ্ছে এখন সেকি আবার কথা বলা বন্ধ করে দিবে, মাযে মাযে তার মুখ বন্দ রাক্তেও সমস্যা হয়, মনে হয় এই বুযি মুখ ফস্কে বের হয়ে যাবে, অনেক কসটে ঠট চেপে রাখে
4) হুযুর মহিলাদের অল্প শব্দে ঠট নারিয়ে নামায পরতে হয়, কিন্তু অই স্ত্রি এভাবে পরতে গেলে ওয়াস ওয়াসা চলে আসে, ওই শব্দ মনে চলে আসে, তাহলে অই মহিলা কি নিঃশব্দে নামায পরতে পারবে, তার নামায কি হবে মুখ বন্ধ করে পরলে, মনে মনে সুরা পরলে