আসসালামু আলাইকুম। যখন মসজিদে ফরয নামাজ পরি তখন রফউল ইয়াদাইন করিনা। আবার বাসায় সুন্নাত/নফল পড়লে রফউল ইয়াদাইন করি। এখন কথা হচ্ছে মাঝে মাঝে রফউল ইয়াদাইন করা আর ছেড়ে দেওয়ার বিধান সম্পর্কে জানতে চাচ্ছি। ১. এতে কোনো সমস্যা হবে কিনা। নাকি করলে একেবারে করতেই হবে। আর ছেড়ে দিলে একেবারে ছেড়ে দিতে হবে?
২. আর নামাজের মাঝে দুই সিজদার মাঝের যে দোয়া 'আল্লাহুম্মাগফিরলি,ওয়ারহামনি' এ দোয়াটি আর রুকুর পর 'হামদান কাসীরান' এ দোয়াটি মাঝে মাঝে সুন্নত/নফল নামাজে না পড়লে নামাজের শুদ্ধতায় কোনো সমস্যা হবে?
৩. আল্লাহর যেসব গুনবাচক নাম ডাকা গায়রুল্লাহ র জন্য প্রযোজ্য নয় সেসব নামে ডাকলেই কি শিরক হয়ে যায়?