আসসালমুআলাইকুম হুজুর, আমার মন খুব খুত খুতে
একই জিনিষ বার বার মনে করি বা সেই বিষয় টাই নিয়ে ভাবতে থাকি এর জন্য ডাক্তার এর ওষধ ও খাচ্ছি। হুজুর ,
আমার মনে পড়ছে না কিছুতেই যে আমি মুখে উচ্চারণ করে সেই রকম কিছু কথা বলেছি কি না, কিন্তু মনে মনে বলে ছিলাম । কিন্তু যখন আমার মনে মনে এমন হচ্ছে তালাক দিবো , তখন আমি উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ বলে , বলেছি আমি আমার স্ত্রী কে কখনো তালাক দিবো না।
*হুজুর কি বলেছি সেই নিয়ে সন্দেহ রইলে বা মনে না পড়লে কি তালাক হবে?
হুজুর যখন তালাক এর কথা মনে হচ্ছে তখন তো স্ত্রীর কথা মনে হবেই কিন্তু নিয়ত তো নেই যে আমি তাকে তালাক দিবো।
কিন্তু মনে মনে এমন হচ্ছে , শুধু মনে হচ্ছে মনে মনে একবার বলে দেখি, বা ভেবে দেখি কি ভাবলাম কি বললাম এই সব । আমার মাথা কেমন করছে , আমার কিছু ভালো লাগছে না হুজুর, একটু কিছু হলে তালাক কথা মনে হচ্ছে। আমি এই টা মনেই আনতে চাহিনা।
*হুজুর আমার সমস্ত কথা শুনে আপনার কি মনে হচ্ছে এমন হলে কি তালাক হবে? যদি আবারও এমন হয় তখন কি আমি তালাক হবে নিয়ে ভয় পাবো?
আমাকে দয়া করে সাহায্য করুন।