ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
শুক্রবার মারা গেলে জান্নাতি হবে, এ মর্মে কুরআন হাদিসে কোনো কিছু বলা হয়নি। তবে হাদিস শরিফে শুক্রবার দিনে বা রাতে মৃত্যুবরণের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللَّهُ فِتْنَةَ الْقَبْرِ»
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন মুসলিম জুমু‘আর দিন অথবা জুমু‘আর রাতে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তা‘আলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন।
(আত্ তিরমিযী ১০৭৪, আহমাদ ৬৫৮২, সহীহ আত্ তারগীব ৩৫৬২. মেশকাত ১৩৬৭।)
(০২)
হাদীস শরীফে এসেছেঃ
عن سعيد بن زيد عن النبى -صلى الله عليه وسلم- قال : « من قتل دون ماله فهو شهيد ومن قتل دون أهله أو دون دمه أو دون دينه فهو شهيد
হযরত সাঈদ বিন যায়েদ থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-“যে ব্যক্তি নিজ সম্পত্তি রক্ষায় নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি নিজ পরিবার রক্ষায় নিহত হয় সেও শহীদ। অথবা প্রাণ রক্ষায় কিংবা দ্বীন রক্ষায় নিহত হয় সেও শহীদ। (সুনানে আবু দাউদ, হাদিস নং-৪৭৭৪, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৬৫২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরণ মতে সে শহীদ।
,
আরো জানুনঃ-
(৩.৪)
দ্বীনের জন্য মারা হলে তাকে শহীদ বলা হবে।
(০৫)
এগুলো বেয়াদবি।
আপনার মা বাবা হয়তোবা প্রকাশ্যে কোনো জবাব দেননা,বা তাদের বিষয়টি অভ্যাস হয়ে গিয়েছে,তাই কিছু বলেননা।
যেটাই হোক,আপনার এমন শক্ত ভাষায় কথা বললে গুনাহ হবে।
(০৬)
নকশবন্দিয়া। এ তরীকা হযরত শায়েখ বাহাউদ্দীন নকশবন্দী রহঃ এর দিকে নিসবত করা। [৭১৮-৭৯১}
বিস্তারিত জানুনঃ-
(০৭)
হ্যাঁ, জায়েজ।
(০৮)
এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার বা সেই বিষয়ে বিশেষজ্ঞ কাহারো মতানুসারে সেটা দেহের জন্য ক্ষতিকর হলে সেটিকে নাজায়েজ বলা যাবে।