আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
135 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
reshown by
কাবিনের টাকার মান কমে গেলে সে ব্যাপারে মাসালা কি?

২৫বছর আগে আমার খালার কাবিন ছিলো ৫০হাজার,যা এখনো পরিশোধ করেননি খালু।তখন স্বর্ণের দাম ছিলো ৫ হাজার,প্রায় ১০ ভরির সমান,বর্তমানে সেটা দিয়ে ১ ভরি ও পাওয়া যাবেনা।এক্ষেত্রে পরিশোধের ক্ষেত্রে এখন কিভাবে হিসেব টা হবে?তিনি যদি আরও সময় নেন আর ৫বছর তাহলে ৫০ হাজার দিয়ে তো আধা ভরিও পাবেননা।

এক্ষেত্রে মাসালাহ কি??দয়া করে জানাবেন?

1 Answer

0 votes
by (583,050 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
وأما الديون الأخرى ، فيفرق فيها بين التغير اليسير والتغير الكثير في قيمة العملة : فإن كان التغير يسيراً لا يصل إلى ثلث الدين : فالواجب رد المثل ، ولا ينظر إلى القيمة
চুরি ইত্যাদি ব্যতীত অন্যান্য পাওনা সম্পর্কে বলা হ য় যে,বর্তমান বাজার মূল্যে যদি তেমন কেনো হেরফের না হয়,তথা এক তৃতীয়াংশ পরিমাণ কমবেশ না হয়,তাহলে ঐ টাকা বা জিনিষ বা এর মত কোনো জিনিষকে হুবহু ফিরিয়ে দিলেই চলবে। তখন বাজার মূল্যর দিকে দৃষ্টি দেয়া হবে না।
وأما إذا كان التغير كثيراً يصل إلى الثلث فأكثر : فالواجب الصلح بينهما بتوزيع الضرر على الطرفين .
وفي حال الرجوع للقيمة : يتم تقديرها بحسب سعر الذهب وقت الدين أو بحسب قوة النقد الشرائية في ذلك الوقت ، ويكون السداد بعملة مختلفة عن العملة التي تم بها القرض .
কিন্তু যদি বর্তমান বাজার মূল্যে বেশী পরিবর্তন চলে আসে,এক তৃতীয়াংশর চেয়ে বেশী কমবেশ হয়ে যায়,তাহলে তখন উভয় লেনদেন কারীর মধ্যে আপসে বসে মীমাংসা মূলক সন্ধি করতে হবে।যাতেকরে কারো কোনো প্রকার কষ্ট না হয়।সুতরাং বর্তমান বাজার মূল্যকে সামনে রেখে উভয়কে মধবর্তী একটি সিদ্ধান্তে পৌছতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7485

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মহর পরিশোধের সময় স্বামী-স্ত্রী উভয়ের পরিবার থেকে দুইজন ন্যায়পরায়ন ব্যক্তি বসে বর্তমান পরিশোধিত টাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন।যাতেকরে স্বামীর উপরও ভাড়ী না হয়, এবং স্ত্রীরও লস না হয়। অর্থাৎ স্বামীর উপর শুধুমাত্র ৫০ হাজার টাকা ওয়াজিব নয়, বরং উভয় পরিবার তখনকার স্বর্ণমূল্য আর বর্তমান স্বর্ণমূল্যকে সামনে রেখে মধ্যবর্তী একটি সিদ্ধান্তে পৌছবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...