বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
وأما الديون الأخرى ، فيفرق فيها بين التغير اليسير والتغير الكثير في قيمة العملة : فإن كان التغير يسيراً لا يصل إلى ثلث الدين : فالواجب رد المثل ، ولا ينظر إلى القيمة
চুরি ইত্যাদি ব্যতীত অন্যান্য পাওনা সম্পর্কে বলা হ য় যে,বর্তমান বাজার মূল্যে যদি তেমন কেনো হেরফের না হয়,তথা এক তৃতীয়াংশ পরিমাণ কমবেশ না হয়,তাহলে ঐ টাকা বা জিনিষ বা এর মত কোনো জিনিষকে হুবহু ফিরিয়ে দিলেই চলবে। তখন বাজার মূল্যর দিকে দৃষ্টি দেয়া হবে না।
وأما إذا كان التغير كثيراً يصل إلى الثلث فأكثر : فالواجب الصلح بينهما بتوزيع الضرر على الطرفين .
وفي حال الرجوع للقيمة : يتم تقديرها بحسب سعر الذهب وقت الدين أو بحسب قوة النقد الشرائية في ذلك الوقت ، ويكون السداد بعملة مختلفة عن العملة التي تم بها القرض .
কিন্তু যদি বর্তমান বাজার মূল্যে বেশী পরিবর্তন চলে আসে,এক তৃতীয়াংশর চেয়ে বেশী কমবেশ হয়ে যায়,তাহলে তখন উভয় লেনদেন কারীর মধ্যে আপসে বসে মীমাংসা মূলক সন্ধি করতে হবে।যাতেকরে কারো কোনো প্রকার কষ্ট না হয়।সুতরাং বর্তমান বাজার মূল্যকে সামনে রেখে উভয়কে মধবর্তী একটি সিদ্ধান্তে পৌছতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7485
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মহর পরিশোধের সময় স্বামী-স্ত্রী উভয়ের পরিবার থেকে দুইজন ন্যায়পরায়ন ব্যক্তি বসে বর্তমান পরিশোধিত টাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন।যাতেকরে স্বামীর উপরও ভাড়ী না হয়, এবং স্ত্রীরও লস না হয়। অর্থাৎ স্বামীর উপর শুধুমাত্র ৫০ হাজার টাকা ওয়াজিব নয়, বরং উভয় পরিবার তখনকার স্বর্ণমূল্য আর বর্তমান স্বর্ণমূল্যকে সামনে রেখে মধ্যবর্তী একটি সিদ্ধান্তে পৌছবেন।