আসসালামু আলাইকুম।
আমি হারাম রিলেশনে লিপ্ত ছিলাম,,,আল্লাহ হঠাৎ হিদায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ।। কিন্তু দীনের বুঝ তখন খুব কম ছিলো তাই হারাম রিলেশন থেকে বের হয়ে আসতে সাক্ষীদের উপস্থিতিতে ইজাব-কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেছিলাম। বিবাহে কোনো মোহর ধার্য করা হয়নি।।
বিবাহের পরে আমার স্ত্রী শরীয়াহ সম্মত ভাবে সকল ফরজ বিধান মেনে চলত,, নামাজ,পর্দা সব করত।। এভাবে ২ বছর গেছে। কিন্তু সে এখন পুরোপুরি ইসলাম থেকে ছিটকে গেছে,,,পর্দা করে না,,নামাজ ঠিক ভাবে পরে না।। কয়েক মাস বুঝাইছি,,সবর করছি তাও ইসলামে ফিরে আসে নি।
এখন সে নিজে থেকে তালাক চায়,,, আমিও মনে করি তালাক দিয়ে দেওয়াটা ২ জনের জন্যই ভালো,, কোনো বোঝাপরা নাই এখন আর এই সম্পর্কে, স্বামীর সম্মান বলতে কিছুই পাই না ১ বছর থেকে।।
১.প্রশ্ন ঃ বিয়ের সময় মোহর নির্ধারন করা হয়নি,,,এখন কিভাবে আদায় করব??
২. তাকে অনেক প্রকারের দামী গিফট দিছি,,,তার সম্মতিক্রমে সেই গিফটগুলোকে একত্রে কি মোহরানা হিসেবে ধরা যাবে? সে তালাক নিতে এতোটাই ব্যকুল যে সেই গিফটগুলো যদি মোহরানা হিসেবে ধরা যায় তাহলেও তার আপত্তি নাই।
৩. সম্পর্কের শুরুতে সে বলেছিলো মোহরানা মাফ করে দিলাম যেহুতু নির্ধারণই করা হয়নি,,এতে কি মাফ হয়ে গেছে??
৪. আমি স্টুডেন্ট, আমার এখন সামর্থ নেই,,সর্বনিম্ন কতো টাকা দিয়ে মোহর আদায় করতে পারব?
জাযাকাল্লাহ খাইরান