আসসালামু আলাইকুম আমি একটি মাইক্রো জব সাইটে কাজ করি। এই সাইটের কাজ হল বিভিন্ন ফেসবুক পেজ লাইক দেওয়া, ফলো দেওয়া, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন, করা এ ধরনের কাজ। তারা এই কাজগুলো এজন্যই দেয় যেন তাদের ফেসবুক পেজ অথবা ওয়েব সাইটে ইউজার বাড়ে।
তো আমার প্রশ্ন হল আমি যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছি অথবা যে ফেসবুক পেজকে ফলো করছি এই পেজে যদি কোন হারাম কিছু না থাকে তাহলে এই কাজের বিনিময়ে আমি যে অর্থ পাব তা কি আমার জন্য হালাল হবে? কারন আমি এখানে তো কোন বট/অটোমেটিক সিস্টেম ব্যবহার করে লাইক অথবা ফলো দিচ্ছি না আমি নিজে ফোলো অথবা রেজিস্ট্রেশন করছি টাকার বিনিময়ে তো এইটা কি আমার জন্য হালাল হবে?