বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
১.কোনো হালাল কাজ থেকে হারাম কাজকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান থাকবে না।
২.কোনো হারাম কাজ পছন্দ করলে ঈমান থাকবে।
৩.কোনো হালাল কাজ কে অপছন্দ করলে ঈমান থাকবে।
৪.কেউ যদি বলে আমার দাড়ি পছন্দ না তবেও ততার ঈমান থাকবে।
৫.কেউ যদি কোনো ফরজ কাজ কে শ্রেষ্ঠ মনে না করে, তবে ঈমান থাকবে।
৬.কোনো মুবাহ কাজ নিয়ে হাসাহাসি করাটা যদি অস্বীকার মূলক হয় বা ঠাট্টা মূলক হয়, তাহলে ঈমান থাকবে না। নতুবা ঈমান থাকবে।
কেউ হারাম কাজ বাদ দিয়ে মুবাহ কাজ করলো তার কারণে হাসাহাসি করলে ঈমান থাকবে।
৭.কোনো হারাম কাজের উদ্দেশে হালাল কাজ করলে তা হালাল হবে না।
মোটকথাঃ-
ইসলামের কোনো বিধানকে অস্বীকার করলেই কেবল ঈমান চলে যাবে। ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান চলে যাবে।নতুবা ঈমানে কোনো সমস্যা হবে না।