বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
১. কেউ যদি তার স্ত্রীকে বলে, "তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবা" এই কথায় আমার জানা মতে ইমদাদ হুজুর আপনি বলেছিলেন যে স্ত্রী মজলিশ পর্যন্ত অধিকার পাবে। মজলিস শেষ হয়ে গেলে আর অধিকার থাকবে না। জ্বী, আপনার বক্তব্য সঠিক।
২. "তুমি আবার বিয়ে করতে পারবা" এই কথায় ও স্ত্রী শুধুমাত্র মজলিস পর্যন্তই অধিকার থাকবে।
৩.
আগে তালাক না দিয়ে স্বামী যদি তার স্ত্রীকে বলে "সহবাস করি আসো। তাইলে আর তালাক থাকে না" এইকথা বলার জন্য তালাক হবে না।যেহেতু আগে তালাক দেয়নি, তাই এই কথা অনর্থক হিসেবে বিবেচিত হবে।
৪. কেউ যদি তালাকের মজলিশে তার স্ত্রীকে বলে, "চল সহবাস করি, তাইলে আর ঝামেলা থাকে না" এই কথা কেনায়া বাক্য নয়।
৫. স্বামী স্ত্রীকে তালাকের মাসালা বুঝচ্ছে বা স্ত্রী স্বামীকে তালাকের মাসালা বুঝাচ্ছে আর দুইজনই দুইজনকে বলছে সাবধান করার জন্য, এমন সময় তালাকের মজলিস বলা হবে না।