বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সুদ নিয়ে ব্যবসা করে এমন মানুষ উপহার দিলে সেটা নেয়া বা খরচ করা জায়েয হবে না।
(২)
যদি কেউ খরচ করে তাহলে সেও সুদের সাথে জড়িত এমন মানুষের সমপর্যায়ে গুনাহগার হবে। কেননা সে জানা সত্তেও হারাম মাল গ্রহণ করেছে।
(৩)
দান করা লাগবে। শুধুমাত্র তাওবাহ যথেষ্ট নয়।
(৪)
ইউটিউবে এডসেন্স ইনকাম সম্পর্কে এতটুকু বলা যায় যে,এখানে হালাল-হারাম সকল প্রকার জিনিষের এড শো হতে পারে,এর সম্ভাবনা রয়েছে।সর্বোচ্ছ ৫০০ ক্যাটাগরি পর্যন্ত এডকে ব্লক করা যায়,এর চেয়ে বেশী ব্লক করার অনুমোদন কর্তৃপক্ষ থেকে নেই।বিধায় তাকওয়ার দাবী হলো,এমন ইনকাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এডসেন্স ইনকাম জায়েয হবে না। সুতরাং এমন সাইটে কাজ করে টাকা নেয়াও হারাম হিসেবে বিবেচিত হবে।
(৫)
ঐ পরিমাণ হারাম টাকা আল্লাহর রাস্তায় সদকাহ করতে হবে।
(৬)
জ্বী, এগুলো জায়েয।