বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নামাজের ওয়াজিব ১৪টি
১/ সুরা ফাতিহা পড়া
২/ সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলানো
৩/ রুকু ও সেজদায় দেরী করা
৪/ রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো
৫/ দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা
৬/ দরমিয়ানী বৈঠক
৭/ দুই বৈঠকে আত্ত্যাহিয়াতু পড়া
৮/ ঈমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া এবং জোড়ের জায়গায় জোড়ে পড়া
৯/ বিতিরের নামাজে দোয়া কুনুত পড়া
১০/ দুই ঈদের নামাজে ছয় তকবীর বলা ৷
১১/ ফরজ নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারিত করা ৷
১২/ প্রত্যেক রাকাতের ফরজ গুলির তরতীব ঠিক রাখা ৷
১৩/ প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলির তরতীব ঠিক রাখা ৷
وَالصَّلَاةُ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَالدُّعَاءُ
নামাযে দুরুদ পাঠ এবং দু'আ করা, সুন্নতের অন্তর্ভুক্ত।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৭২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু নামাযে দুরুদ পাঠ সুন্নত। নামাযের ফরয বা ওয়াজিবের অন্তর্ভুক্ত নয়, তাই দুরুদ না পড়ার কারণে বা অর্ধেক পড়ার কারণে নামায ফাসিদ হবে না। তবে হ্যা সুন্নত তরক হয়েছে।