ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আমাদের মনে রাখতে হবে,
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
একটি প্রশ্ন হল, এমন ব্যক্তির সাথে কি সংসার করা জায়েয?
প্রতিউত্তরে বলা হবে যে, হ্যা, সংসার করা জায়েয।
অন্য আরেকটি প্রশ্ন হল,
এমতাবস্থায় কি স্ত্রী তালাক চাইতে পারবে বা খুলা তালাক করতে পারবে?
প্রতি উত্তরে বলা হবে, প্রথমে স্ত্রী স্বামীকে বুঝিয়ে দেখবে, স্বামী কি হেদায়তের দিকে আসছে, যদি হেদায়তের দিকে না আসে, তাহলে স্ত্রী তালাক চাইতে পারবে। এতেকরে স্ত্রীর কোনো গোনাহ হবে না।