ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবদুল্লাহ ইবনু মাস্’ঊদ (রাঃ) হতে বর্ণিত।
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ فِي النَّفَقَةِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ» . قَالَ سُفْيَانُ: إِنَّا قَدْ جربناه فوجدناه كَذَلِك. رَوَاهُ رزين
’তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ’আশূরার দিন নিজের পরিবার পরিজনের জন্য উদারহস্তে খরচ করবে আল্লাহ তা’আলা গোটা বছর উদারহস্তে তাকে দান করবেন। সুফ্ইয়ান সাওরী বলেন, আমরা এর পরীক্ষা করেছি এবং কথার সত্যতার প্রমাণ পেয়েছি। (রযীন)(মিশকাতুল মাসাবিহ-১৯২৬)য‘ঈফ : রাযীন, য‘ঈফ আল জামি‘ আস-সগীর ৫৮৭৩।
মোটকথা,উক্ত হাদীসের সনদ নিয়ে মুহাদ্দিস গণের মতবিরোধ রয়েছে। এবং কেউ কেউ যঈফ অন্যদিকে কেউ কেউ উক্ত হাদীসকে মাওযু তথা বানোয়াটও বলেছেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মান্নত যে কোনো কিছু করা যাবে,এবং যে কোনো দিন করা যাবে। বিশেষ কোনো দিনের সাথে মান্নতকে সম্পর্কযুক্ত করা কখনো জায়েয হবে না। সুতরাং আশুরার দিনে পোলাও বা শিরনি বিতরণের মান্নত করা, এবং সেটা পালন না করলে শারিরিক ক্ষতির আশংকা করা কোনোটাই শরীয়ত সম্মত নয়। বরং এত্থেকে সবাইকে বেচে থাকতে হবে।