আমি ঢাকায় ইউনিভার্সিটিতে পড়ি,বাড়ির দূরত্ব ঢাকা থেকে ৭৭কি.মি. এর বেশি। যে ক'বার মাহরাম এর সাথে যাওয়া আসা করেছি, নামাজ কাযা হয়েছে কারণ তারা নামাজের ব্যাপারে সচেতন না,যেসময়ে বাসের টিকেট কাটে, একবার ফজর কাযা হয়েছে আরেকবার যোহর ।
ইদের ছুটিতে হল বন্ধ হয়ে গেছিলো, আমাকে কোনো মাহরাম নিয়ে যাওয়া আসা আর করবে না, আর ইদের সময় ইদের আগের দিন আব্বুর ছুটি হয়, তার আগেই হল বন্ধ হয়ে যায়, তা গত প্রশ্নে আপনাদের জিগ্যেস করা হলে আপনি নেককার মহিলার সাথে যাওয়া আসার কথা বলেছিলেন ও আরো কিছু শর্ত বলেছিলেন।
এখন আমার ইউনিভার্সিটিতে প্রায় ১ মাস ছুটি, আমি বাড়ি যেতে চাচ্ছি, কিন্তু কোনো মাহরাম নেই, হল ও বন্ধ না যে আমি বাড়ি যেতে বাধ্য, আর আপাতত কোনো নেককার মহিলার ও সন্ধান পাইনি।
বাবা সহ কোনো মাহরাম আর নিয়ে যাওয়া আসা করবে না, তাদের কথা একা চলা শিখতে হবে।
যেকবার মাহরামের সাথে গেছি নামায কাযা হয়েছে।
আমি যদি হল বন্ধ না হলে যেহেতু সফরে বাধ্য না,সেজন্য বাড়ি না যাই, তাহলে বছরে মাত্র দুই ইদে বাড়ি যেতে পারব,তা বাদে হল বন্ধ হয় না।
তাহলে কি আমি বাড়ি যাব না? আমি কী করব? ইউনিভার্সিটি ছেড়ে দিতেও দিচ্ছে না আমায়।