আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
328 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

রোজার কাফফারা কি রমজান মাসে আদায় করতে হবে ? একাধিক রোজার কাফফারা কি একাধিক ব্যক্তিকে দেয়া যাবে ?  রোজার কাফফারা আদায়ের ক্ষেত্রে কার জীবনযাত্রার মান বিবেচনা করতে হবে, কাফফারা আদায়কারী ব্যক্তির না কাফফারা গ্রহণকারী ব্যক্তির ? কাফফারা গ্ৰহণককারী কাফফারার অর্থ দিয়ে খাদ্য না খেয়ে অন্যান্য  মিটাতে পারবেন কি ?

 

২। চিংড়ি মাছের পিঠের রগ কি‌ খাওয়া হালাল ?

 

৩‌। হজ্জ্ব থেকে ফিরে এসে মানুষকে হাদিয়া দেয়া যাবে কি ? বিশেষ করে মক্কা ও মদিনার সামগ্রী।

 

৪। হজ্জ্বে যাতায়াতের খরচের সাথে ইন্সুরেন্সে‌র জন্য যে অর্থ নেওয়া তা কি জায়েজ ? এর জন্য হজ্জ্বযাত্রীদের কোনো গুনাহ হবে কি ?

 

৫। হজ্জ্ব ও বৈদেশিক লেনদেনের জন্য মানি এক্সচেঞ্জ করা কি জায়েজ ?  মানি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে নির্ধারিত স্থান থেকে না করে অন্য কারোর কাছ থেকে কম বা বেশি অর্থ দিয়ে মানি এক্সচেঞ্জ করলে গুনাহ হবে ?

 

৬।  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

     “আরাফাহর দিন, কুরবানীর দিন এবং তাশরীকের দিনগুলো হচ্ছে আমাদের মুসলিমদের ঈদের দিন, এগুলো পানাহারের দিন।”

(আবু দাউদ : ২৪১৯)

এই হাদিসের ব্যাখ্যা কি ? আরাফাহর দিন ঈদ ও পানাহারের দিন হলে আরাফাহর দিনে রোজা রাখা হয় কেন ?


৭। বিয়ের সম্বন্ধে পাত্র পক্ষের দ্বীনধারীতায় অধিক ঘাটতি থাকায় সম্বন্ধ বাতিল করতে হলে বাতিলের সত্য কারণ বললে কি তাদের খোঁটা দেয়া হবে কি কিংবা নিজেদের রিয়া হবে কি ? এর পরিবর্তে মিথ্যা কারণ বলার জায়েজ আছে ? বিয়ের পরবর্তীতে পাত্র দ্বীনধারী অবলম্বন করবে এই আশায় বিয়ের সম্বন্ধ রাখা কি ইসলামে অনুমোদিত ?

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
হাদীস শরীফে এসেছেঃ

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ فَقَالَ: هَلَكْتُ، قَالَ: «وَمَا أَهْلَكَكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْتِقْ رَقَبَةً» قَالَ: لَا أَجِدُ، قَالَ: «صُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لَا أُطِيقُ، قَالَ: «أَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا»

অনুবাদ- হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ এর কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাঃ জিজ্ঞাসা করলেন, তোমাকে কে ধ্বংস করেছে? সাহাবী বললেন, রমজানে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। রাসূল সাঃ তাকে বললেন, তাহলে এর বদলে একটি গোলাম আযাদ কর। সাহাবী বললেন, আমি এতে সক্ষম নই। নবীজী সাঃ বললেন, তাহলে লাগাতার দুই মাস রোযা রাখ। সাহাবী বললেন, আমি এতেও সক্ষম নই। তখন রাসূল সাঃ বললেন, তাহলে তুমি ৬০ জন মিসকিনকে খানা খাওয়াও। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৬৭১, মুসনাদে আহমাদ, হাদীস নং-৬৯৪৪, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-১১০৭, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-১৯৪৯, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৫২৭}

★★রোযার কাফফারা আদায় করার পদ্ধতিঃ 

আপনি যদি শারিরিকভাবে শক্ত সামর্থ হয়ে থাকেন। তাহলে লাগাতার দুই মাস রোযা রাখতে হবে। মাঝখানে রোযা ভাঙ্গা যাবে না। যদি মাঝখানে রোযা ভেঙ্গে ফেলেন তাহলে আবার প্রথম থেকে ৬০ দিন গণনা করতে হবে। এভাবে ষাট দিন রোযা রাখলে আপনার রোযা ভঙ্গের কাফফারা আদায় হয়ে যাবে। আর যদি লাগাতার ষাট দিন রোযা রাখতে সক্ষম না হন, তাহলে প্রতি রোযার জন্য সদকায়ে ফিতির পরিমাণ টাকা গরীবদের দান করে দেয়া আবশ্যক। তথা ষাট রোযার জন্য ষাটটি সদকায়ে ফিতির পরিমাণ অর্থ দান করা আবশ্যক।
প্রতি রোযার পরিবর্তে একজন গরীবকে দুবেলা খাবার খাওয়াবে অথবা পৌনে দু’ কেজি গমের মূল্য সদকা করবে। এটাকে বলা হয় ফিদিয়া । 
 যেমন সদকায়ে ফিতির পরিমাণ টাকা যদি ৬০ টাকা হয়। তাহলে আপনার তিন হাজার ছয়শত টাকা দান করা আবশ্যক। কিন্তু মনে রাখতে হবে রোযা রাখতে সক্ষম হলে ফিদিয়া আদায় করলে তা আদায় হবে না।

বিস্তারিত জানুনঃ  


প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার উপর যদি রোযার কাফফারা আবশ্যক হয়,সেক্ষেত্রে কাফফারা হিসেবে রমজান মাস ব্যাতিত অন্য সময়ে লাগাতার ৬০ দিন রাখতে হবে।
,
আপনার লাগাতার ৬০ টি রোযা রাখার শক্তি না থাকলে ৬০ টি সদকায়ে ফিতর সমপরিমাণ টাকা গরিব মিসকিনকে দান করে দিতে হবে।

এই টাকা আপনি রমজান মাসেও দান করে দিতে পারবেন।

তার মানে রোযা রাখার মাধ্যমে কাফফারা রমজানে আদায় করতে পারবেননা,তবে টাকা দেয়ার মাধ্যমে কাফফারা রমজান মাসে আদায় করতে পারবেন।

★একাধিক রোজার কাফফারা একাধিক ব্যক্তিকে দেয়া যাবে।

★রোজার কাফফারা আদায়ের ক্ষেত্রে কাফফারা গ্রহণকারী ব্যক্তির জীবনযাত্রার মান বিবেচনা করতে হবে, সে ফকির/মিসকিন হলে তাকে কাফফারা দিতে হবে।

★কাফফারা গ্ৰহণককারী কাফফারার অর্থ দিয়ে খাদ্য না খেয়ে অন্যান্য প্রয়োজন মিটাতে পারবেন।

(০২)
সমাজে কেহ কেহ নিষেধ করলেও চিংড়ি মাছের পিঠের রগ খাওয়াকে ইসলামী স্কলারগন হালাল বলেছেন।

(০৩)
হ্যাঁ, হাদীয়া দেয়া যাবে।
নিষেধাজ্ঞা নেই।

(০৪)
ইন্সুইরেন্স এর টাকায় যেহেতু সূদ রয়েছে।
তাই সূদি এই অর্থ যাতায়াতে খরচ করাও হারাম।
এতে হারাম টাকায় হজ্জ করা হয়েছে,বলে গন্য হবে।
হজ্জ কবুল হবেনা।

হারাম টাকায় হজ্জ করা জায়েজ নেই।
আরো জানুনঃ 
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
হারাম টাকায় হজ্জ করলে হজ্জ আদায় হয়ে যাবে ঠিকই,তবে কোনো ছওয়াব পাবেনা।  

আরো জানুনঃ- 

(০৫)
হজ্জ্ব ও বৈদেশিক লেনদেনের জন্য বৈধ যেকোনো পদ্ধতিতে মানি এক্সচেঞ্জ করা জায়েজ।

মানি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে নির্ধারিত স্থান থেকে না করে অন্য কারোর কাছ থেকে কম বা বেশি অর্থ দিয়ে মানি এক্সচেঞ্জ করলে গুনাহ হবেনা।

তবে এক্ষেত্রে সরকারী নিষেধাজ্ঞা থাকলে গুনাহ হবে।

(০৬)
আরাফার দিনে হজ্জব্রত পালন কারী গন রোযা রাখতে পারবেনা।

তবে যারা হজ পালন করছেনা,তারা রোযা রাখতে পারবে।
আরাফার দিনের রোযা ও তার ফজিলত বহু হাদীস দ্বারা প্রমানিত। 

(০৭)
পছন্দ হয়নি,এটি বলাই যথেষ্ট।
(এতে মনে মনে অর্থ নিতে হবে যে তার দ্বীনদারিত্ব পছন্দ হয়নি।)

এখানে মিথ্যা বলারও দরকার হবেনা,নিজেদের রিয়াও হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 258 views
...