আসসালামু আলাইকুম,
ছাত্রাবস্থায় আমার এক বন্ধুকে নিয়মিতভাবেই কিছু টাকা দিয়ে সাহায্য করতাম। শুরুতে সে ১০০, ২০০ টাকা অল্প করে নিতো। এরপর একসময় নিয়মিতভাবে প্রতি মাসে ১০০০, ২০০০ টাকা করে তাকে দিতাম।
যখন অল্প পরিমাণ টাকা দিতাম তখন ধার দিচ্ছি এমন নিয়ত করে দেইনি, কিন্তু যখন বড় পরিমাণে দিয়েছি তখন ধার দেয়ার নিয়তে দিয়েছি।
এখন সেই বন্ধুটি বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। ধার দেয়া টাকার সঠিক পরিমাণ আমাদের কারোরই সঠিক মনে না থাকায়, আমার বন্ধু বলে যে আনুমানিক ২৫,০০০ টাকা আমার কাছ থেকে নিয়েছে। আমিও এই এমাউন্ট মেনে নেই।
প্রশ্ন ১ঃ ধার দেয়া টাকার সঠিক পরিমাণ মনে না থাকায়, আমরা যে উভয়ে একমত হয়ে একটা পরিমাণ ঠিক করলাম, এটা কি সঠিক হলো? না হয়ে থাকলে করণীয় কি?
প্রশ্ন ২ঃ তার উপার্জন হারাম বিধায় তার হারাম উপার্জনের টাকা থেকে পাওনা আদায় করলে আমার জন্য সেই টাকা হালাল হবে কি? তার এই হারাম চাকরি ছাড়া উপার্জনের অন্য কোন পথ নেই।
প্রশ্ন ৩ঃ আমার আরেক বন্ধুকেও তার প্রয়োজনের সময়ে টাকা দিয়েছি। কিন্তু তখন ধারের নিয়ত করে দিয়েছি কি না মনে নাই, তখন তার অবস্থা এতই করুণ ছিলো যে, ফেরত নেয়ার চিন্তাই করিনাই, এখন সেই বন্ধু যদি নেয়ার সময় " ধার নিচ্ছি " এই নিয়তে নিয়ে থাকে, তাহলে আমি কি সেই টাকা ফেরত নিতে পারবো?