ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ۖ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ ۗ أُولَـٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরী করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোযখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে।
(সূরা বাকারা-২৫৭)
আল্লাহ তা'আলা অভিভাবক বা বন্ধু প্রত্যেক ঈমানদারের। পীর সাহেবের আকীদা যদি বিশুদ্ধ। যিনি কুরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়িত করেন। এমন পীর সাহেব আল্লাহর নিকটবর্তী।
তবে সাধােণত প্রচলিত যে পীর রয়েছেন, যাদের আকিদা যে, তারা মুরিদদেরকে নাজাত দিতে পারবে, এসব পীর ভন্ড।তারা জাহান্নামে যাবে।
ভন্ড পীর সাহেব যে, আল্লাহর বন্ধু নয়, এর জন্য দলীলের প্রয়োজন নাই। বরং এসব বাতিল আকিদা থাকার পরও তারা যে, আল্লাহর বন্ধু। সেটার জন্য দলীলের প্রয়োজন। তারা দলীল দিবে।