বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অবৈধ প্রেম ভালবাসা হারাম ও নাজায়েয। এবং এভাবে দেখা সাক্ষাৎ ও নাজায়েয এবং হারাম।
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
অন্যত্র বর্ণিত আছে....................
ﻋﺎﺋﺸﺔ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ) : ﻻ - ﻭﺍﻟﻠﻪ - ﻣﺎ ﻣﺴﺖ ﻳﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ( ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) ﻳﺪ ﺍﻣﺮﺃﺓ ﻗﻂ ﺇﻻ ﺍﻣﺮﺃﺓ ﻳﻤﻠﻜﻬﺎ . ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ( 6674 ) ، ﻭﻣﺴﻠﻢ ( 3470 ) ، ﻭﺍﻟﺘﺮﻣﺬﻱ ( 3228 ) ، ﻭﺍﺑﻦ ﻣﺎﺟﺔ ( 2866 ) ، ﻭﺃﺣﻤﺪ ( 23685 )
তরজমাঃ- আয়েশা রাঃ থেকে বর্ণিত তিনি বলেন:আল্লাহর ক্বসম!নবীজী সা:এর হাত কখনো কোনো বেগানা মহিলার হাতকে স্পর্শ করেনি।আরও অনেক সহীহ হাদিস দ্বারা প্রমাণিত আছে যে,গায়রে মাহরাম পুরুষ-মহিলার দেখা-সাক্ষ্যাৎ সম্পূর্ণ হারাম।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার দায়িত্ব, যে করেই হোক আপনি আপনার বোনকে এ হারাম প্রেম থেকে বিরত রাখবেন।আপনার বোনের বিয়ে হোক, এজন্য তাকে দ্বীনের দাওয়াত দেয়া কতটুকু সঠিক হবে? সেই প্রশ্নও তখন চলে আসবে। হ্যা, আপনি তাকে দ্বীনের দাওয়াত দিবেন।তারপর তাকে দ্বীনের উপর অটল রাখতে কোনো মুসলিম মহিলাকে তার কাছে বিয়ে দিতে পারবেন।এতেকরে আপনার সওয়াব হবে। আপনার বোনকে বিয়ের করার জন্য তার ইসলাম গ্রহণও কতটুকু কল্যাণকর তার জন্য হবে? সেটাও প্রশ্নবোধক। সুতরাং আপনি আপনার বোনকে যে করেই হোক,এ অবৈধ ও হারাম রিলেশন থেকে ফিরিয়ে নিয়ে আসবেন।এটাই কল্যানকর হবে।জাযাকুমুল্লাহ।