বিসমিহি তা'আলা
জবাবঃ-
হাদীসের আরবী ইবারত হল এই-
হযরত ইবনে মাসউদ রাযি থেকে বর্ণিত।
وعن ابن مسعود قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " «من أصابته فاقة، فأنزلها بالناس لم تسد فاقته، ومن أنزلها بالله أوشك الله له بالغناء، إما بموت عاجل، أو غنى آجل» ". رواه أبو داود والترمذي
রাসূলুল্লাহ সাঃ বলেন,যদি কেউ অভাবে পতিত হয়,অতঃপর সে মানুষের নিকট তার হাজতের কথা আলোচনা করে,তবে তার অভাব কখনো দূর হবে না।কিন্তু যদি সে আল্লাহর নিকট তার অভাবের কথা পেশ করে তাহলে অচিরেই আল্লাহ তাকে রিযিক দান করবেন । হয়তো তার নিকটাত্মীয় ধনী কারো মৃত্যুর মাধ্যমে তাকে ওয়ারিছ বানিয়ে অথবা তাকে ধনসম্পদের মালিক বানিয়ে। "(আবু-দাউদ-১৬৪৫)
কোনো কোনো বর্ণনায় এসেছে
(بِرِزْقٍ عَاجِلٍ) بِالْعَيْنِ الْمُهْمَلَةِ (أَوْ آجِلٍ)
অচিরেই আল্লাহ তাকে নিকটবর্তী বা দূরবর্তী রিযিক দান করবেন ।
তুহফাতুল আহওয়াযি-২৩২৬
মিরকাতুল মাফাতিহ গ্রন্থে উক্ত হাদিসের ব্যখায় লিখায় হয়েছে
(إما بموت عاجل) قيل: بموت قريب له غني، فيرثه،
" أو غنى " بكسر وقصر: أي: يسار " آجل " أي: بأن يعطيه مالا ويجعله غنيا
এর অর্থ হলঃ
আল্লাহ নিকটাত্মীয় ধনী কারো মৃত্যু দিবেন,অতঃপর সে ঐ ব্যক্তির ওয়ারিছ হবে।
অথবা আল্লাহ তাকে মাল দিবেন,এবং সে ধনী হয়ে যাবে।
মিরকাত-১৮৫২ নং হাদিসের ব্যখ্যা।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.