আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
প্রয়োজনের স্বার্থে ঘরে বসে ইনকামের উপায় খুঁজার সময়, এক বোন ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট ইন্সটাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করতে বলে, আমার প্রশ্ন হচ্ছে এই ইন্সটাগ্রাম মার্কেটিং কি হালাল?
ইন্সগ্রাম মার্কেটিং এর কাজ হলো --- ( আমি একটা ইন্সটাগ্রাম একাউন্ট খুলবো, যেই কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি একাউন্ট এর নামও সেই কন্টেন্ট অনুযায়ী হবে, ভালো কনটেন্ট যেমন- খাবার বা প্রকৃতির ছবি দিয়ে, পরবর্তীতে একাউন্টটি গ্রো করে অর্থাৎ ফলোয়ার রিচ বাড়াবো,এবং আমি লোকেশন অন্য কোনো কান্ট্রি দিবো,কারন আমি আমার কন্টেন্ট গুলো ওই কান্ট্রিতে রিচ করতে চাচ্ছি। তারপর একটা মূল্যে কোনো কোম্পানি বা ব্যবসায়ীর কাছে আমার একাউন্ট টা সেল করে দিবো।)
জাযাকাল্লাহু খইর।