আসসালামু আলাইকুম। আমি আজকে আমার জীবনের সবচেয়ে সেন্সিটিভ অপরাধটা নিয়ে লিখছি৷ এই অপরাধটা হতে বেচে থাকার জন্য আমি বহু চেষ্টা করেছি। তাও আমি বারবারই ব্যর্থ হয়েছি। আমার তিন বছরের একটা বাচ্চা আছে। ও মাত্রার চেয়ে বেশি বিরক্ত করলেই আমি ওকে মার দিয়ে ফেলি। এই মার দেয়াটা শুরু হয়েছে ওর দুই মাস বয়স হতে। দুই মাস বয়সী একটা বাচ্চার শরীরে মার দেয়ার জায়গা থাকেনা। আমি তাও দিয়েছি। আরেকটু বড় হলে অনেক সময় খুব খারাপ ভাবেও মেরেছি যে নরম শরীর হতে সামান্য পরিমানে রক্ত বের হয়ে গিয়েছে। পরে বাবুকে জড়িয়ে ধরে কান্না করেছি তাও পুরোপুরি সংশোধন হইনি। আমি জানিনা রাগ উঠে গেলে আমার এরকম কেন হয়। মনে হয় শয়তান ভর করেছে আমার উপর। আমি বহু বার আল্লাহর কাছে মাফ চেয়েছি, তাওবা করেছি। এই জঘন্য কাজ হতে বেচে থাকতে সকাল সন্ধ্যার আমল, দরুদ ও ইস্তেগফারের আমল, কুরান তিলাওয়াত, সাদাকা, কি নাই যে করিনি৷ তারপরেও মাসুম বাচ্চাটার উপর অন্যায় করা বাদ দিতে পারিনি। আমি জানি মুখে থাপ্পড় দেয়া হারাম, আমি তাও দিয়েছি। জানার পরেও দিয়েছি৷ আমি কেন জানি নিজেকে সেই সময় কন্ট্রোল করতে পারতাম না।এমনও হয়েছে ওকে মারছি কিন্তু মাথায় চিন্তা চলছে আল্লাহ তো সব দেখছেন, এটা আমার মারাত্মক গুনাহ হচ্ছে কিন্তু তাও নিজের হাতকে কন্ট্রোল করতে পারিনি। এই রমজানে রোজা রেখে ইফতারের আগে প্রতিদিন আল্লাহর সাহায্য চেয়েছি যেন আর না মারি, তাহাজ্জুদ পড়ে পড়ে সাহায্য চেয়েছি যাতে আর না মারি, কয় দিন ভাল থাকি তারপর হঠাত একদিন মার দিয়ে ফেলি। বহু বার দুয়া করেছি আল্লাহ যেন অন্তরের এই পৈশাচিকতা দূর করে দেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা। মারব না এই দৃড় মনোবল নিয়ে কয়দিন চলি, তারপর বাধ ভেংগে যায়, মার দিয়ে ফেলি৷
এমনিতে ওর যত্নে কোন ত্রুটি রাখিনা। কিন্তু এই জায়গাটায় খুব খারাপ কাজ করে ফেলছি বারবার৷ কতভাবে নিজেকে মোটিভেট করতে চেষ্টা করেছি, কিন্তু ওইযে, রাগ উঠলে আমি যেন অমানুষ হয়ে যাই৷ অবুঝ শিশুর কান্না শুনেও আমার কোন ভাবান্তর হয়না। আমি জানিনা এটা কি শুধু আমার নফসের কারনে, নাকি আমার জ্বিন,যাদু বা বদনজরের কোন সমস্যা আছে কিনা? নাহলে একটা মানুষ এরকম অমানুষের মত করে রাগবে কেন, মাসুম বাচ্চাকে মারবে কেন? নিজেকে পরকালের ভয়, আল্লাহর শাস্তির ভয় সব ভয়ই দেখিয়েছি, কিন্তু ওইয,, রাগ উঠলে অমানুষ হয়ে যাই। এটা থেকে বলা যায় আমি, নিশ্চিতভাবেই পৃথিবীর সবচে খারাপ মা, পিশাচ মা, নিঃসন্দেহে। কিন্তু আমি পৃথিবীর সবচে ভাল মা হতে চাই৷ আমি কি সেটা হতে পারব না?
আমার সমস্যার আলোকে কিছু পরামর্শ দেবেন প্লিজ?