আসসালামুয়ালাইকুম হুজুর ।
ক। আমার স্ত্রীর তালাক সম্পর্কে ধারণা কম, ভবিষ্যৎ এ যেনো আমাদের আর তালাক সম্পর্কে কোনো সমস্যা না ঘটে সেই ভেবে , এবং আমাদের ঘটে যাওয়া ভুল ভ্রান্তি বিষয় নিয়ে আলোচনা করছিলাম । সেই ক্ষেত্রে আমার স্ত্রী কে তালাক সম্পর্কে বোঝানোর জন্য তালাক, ১ তালাক, ২ তালাক ইত্যাদি শব্দ গুলো ব্যাবহার করা হয়েছে । শুধু মাত্র তাকে তালাক সম্পর্কে বোঝাতে গিয়ে ব্যাবহার করা হয়েছে । এক্ষেত্রে কি আবার তালাক পতিত হয়ে যাবে??
খ। যখন আমি আমার স্ত্রী কে ১ তালাক বলি। আমার স্ত্রী বলে আমার জীবন এ এমন টা হলো, বলে কান্না করে বলে আমার জীবন টা শেষ হয়ে গেলো, আমার স্ত্রী কে আমি ভয় দেখানোর জন্য , শুধুমাত্র তাকে শাসন করার জন্য , বলেছিলাম এমন কাজ করলে আবার দিবো তখন একবারে শেষ হয়ে যাবে( তালাকের কোনো নিয়ত ছিল না)। আর না হলে এমন বলেছিলাম আর আমার মুখের ওপর কথা বলবি যদি বলিস তাহলে আবার শুনবি( শুধু মাত্র ভয় দেখানোর জন্য তালাকের কোনো নিয়ত ছিল না)। সঠিক মনে পড়ছে না এই রকমই কিছু বলেছিলাম , আমি আমার স্ত্রী কে ক্ষমা করছি, মন থেকে ক্ষমা করে দিয়েছি এবং আমি মাফ চেয়েছি এবং কথা ফিরিয়ে নিয়েছি , এখন বিষয় হলো আমার স্ত্রী যদি কিছু ভুল করে তাহলে কি আবার তালাক পতিত হয়ে যাবে নাকি ?
গ। আর একটি প্রশ্ন সেটি হল , শয়তান মনের মধ্যে তালাক কথা নিয়ে ভাবিয়ে তোলে বা তালাক শব্দটি মনে করিয়ে দেয়, কিন্তু মুখে উচ্চারণ করে না। এ ক্ষেত্রে কি তালাক পতিত হয়?
ভীষণ ভাবে অনুরোধ রইলো আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিবেন।